এই মুহূর্তে




নৃশংসতা! মহারাষ্ট্রে MBBS ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩ সহপাঠী




নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র: গণধর্ষণের মামলায় আবারও শিরোনামে মহারাষ্ট্র! MBBS ডিগ্রিধারী ছাত্রীকে মাদকাসক্ত করে গণধর্ষণ, অভিযোগ উঠল তিন সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের সাংলি জেলায়। যেখানে তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীকে তাঁর দুই সহপাঠী এবং তাঁদের এক বন্ধু পানীয়তে মাদক মিশিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শুক্রবার (২৩ মে) পুলিশ নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় সোলাপুর, পুণে এবং সাংলি থেকে আসা তিন অভিযুক্তকে গ্রেফতার করেছেন।

এ বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, আদালত তাঁদের ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ১৮ মে রাত ঠিক ১০ টা নাগাদ ২২ বছর বয়সী মেডিকেল ছাত্রীটিকে তাঁর সহকর্মীরা সিনেমা দেখার নামে হোস্টেল থেকে বের করে নিয়ে যায়। এরপর তাঁরা মেয়েটিকে একটি ফ্ল্যাটে নিয়ে তোলে। সেখানে অভিযুক্তরা মদের আড্ডাখানা বসায়। এবং অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। এরপর তাঁরা জোরপূর্বক একটি পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে মেয়েটিকে খেতে দেন। মেয়েটি প্রথমে খেতে না চাইলেও এরপর তাঁরা মেয়েটিকে জোর করে পানীয় খাইয়ে দেন। এরপর স্বাভাবিকভাবেই মেয়েটির মাথা ঘোরানো শুরু হয়।

সেই অবস্থায় ২০ থেকে ২২ বছর বয়সী তিনজন তাঁর উপর যৌন নির্যাতন চালায়। এবং মেয়েটিকে পুলিশের কাছে মুখ না খোলার হুমকি দেন অভিযুক্তরা। নয়তো ভিডিও ভাইরাল করে দেবে বলেও হুমকি দেন। এরপর কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ওই তরুণী বাড়িতে ফিরে তাঁর বাবা-মাকে ঘটনাটি বর্ণনা করেন, যার পর তারা বিষ্ণুবাগ থানায় গিয়ে সমস্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অন্যান্য অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগকারীর বক্তব্যও বিশ্লেষণ করছে এবং আরও তদন্ত চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ