এই মুহূর্তে




জল্পনায় সিলমোহর! দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম, বেবি বাম্প প্রকাশ্যে এনে দিলেন সুখবর

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনায় সিলমোহর! আবারও মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বেবি বাম্প প্রকাশ্যে এনে দিলেন সুখবর। বর্তমানে দ্বিতীয় ত্রৈমাসিক চলছে অভিনেত্রীর। ২০২২ সালে প্রথম সন্তানের জন্ম দেন অনিল কাপুর কন্যা। ছেলের নাম রাখেন বায়ু। ছেলের ৩ বছরের মাথায় আবারও মা হতে চলেছেন সোনম কাপুর। তবে অভিনেত্রী এখনও তাঁর প্রথম সন্তানের মুখ প্রকাশ্যে আনেন নি। কিন্তু ছেলের নানান ঝলক সর্বদা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করার পরেই বিদেশে সংসার পেতেছেন অভিনেত্রী, অভিনয় থেকে দূরত্ব বাড়িয়েছেন।

দিন কয়েক আগেই অভিনেত্রীর দ্বিতীয়বার প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু তখন আনন্দ বা সোনম মুখ খোলেননি। অবশেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা করলেন সোনম কাপুর। ছবিগুলিতে সোনম কাপুরকে একটি আকর্ষণীয় গোলাপী রঙের খাঁটি উলের স্যুট পরে থাকতে দেখা গিয়েছে। পোশাকের ফাঁকেই তাঁর বেবি বাম্প স্পষ্ট। তার দিকেই, সবার নজর রয়েছে, ছবিতে অভিনেত্রী তাঁর বেবি বাম্পকে ভালবাসার সঙ্গে ধরে আছেন। আর ক্যাপশনেই নেটিনাগরিকদের সমস্ত সন্দেহ দূর হয়েছে। যেখানে লেখা ছিল, “মা”। বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর, ২০১৮ সালের মে মাসে আনন্দ আহুজার সঙ্গে একটি জমকালো বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এই দম্পতি তাঁদের প্রথম সন্তান বায়ুকে স্বাগত জানান ২০২২ সালের অগস্টে।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)

সোনমের দ্বিতীয় গর্ভাবস্থা নিয়ে গুজব অক্টোবরে শুরু হয়েছিল। সেই সময়, গুজব অনুসারে, সোনম তার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে ছিলেন। সুতরাং আজ সবার জল্পনা-কল্পনায় সিলমোহর দিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। আবারও দাদু হতে চলেছেন অভিনেতা অনিল কাপুর। সোনম চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ২০০৫ সালের ছবি “ব্ল্যাক”-এর সহকারী পরিচালক হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি ২০০৭ সালে বানসালির রোমান্টিক ছবি সাওয়ারিয়ার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তারপর তাকে আই হেট লাভ স্টোরিস, রঞ্জনা-এ দেখা গিয়েছিল। এছাড়া ভাগ মিলখা ভাগ, সঞ্জু, প্রেম রতন ধন পায়ো, নীরজা এবং ভিরে দি ওয়েডিং-এ সহায়ক ভূমিকায় অভিনয় করে তিনি সাফল্য পান। তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ব্লাইন্ড ছবিতে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছিলেন শোম মাখিজা। এতে আরও অভিনয় করেছেন পূরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেক্সিকোর ফতিমা বস্কের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

‘সময় পেলে আমিও সিরিয়াল দেখি, আমার ভাল লাগে’, টেলি আকাডেমি মঞ্চে গোপন কথা ফাঁস মমতার

বুদ্ধ অবতার থেকে চোখ ধাঁধানো লাল গাউন, ‘মিস ইউনিভার্স’ মঞ্চে নজর কাড়ছেন ভারতীয় সুন্দরী

পরিণীতাকে ছ্যাকা! টিআরপিতে অসাধ্য সাধন করল ‘রাঙামতী তীরন্দাজ’, শীর্ষস্থানে কে?

ঝুলনের বায়োপিক মনে ধরে নি নেটফ্লিক্সের, কবে মুক্তি পাবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’?

‘পশুর সঙ্গমের দৃশ্য’ বাদ, ৩টি সংলাপে কাঁচি, শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র পেল ‘মাস্তি ৪’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ