এই মুহূর্তে

‘ছেলে সিঙ্গেল’, তানিয়া শ্রফের সঙ্গে আহানের বিচ্ছেদে সিলমোহর সুনীল শেট্টির

নিজস্ব প্রতিনিধি: পুত্র আহানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক সুনীল শেট্টি। সাধারণত মায়ের প্রিয় হয় ছেলেরা। বাবার প্রিয় হয় মেয়েরা। কিন্তু সুনীল শেট্টির দুই সন্তানই তাঁর প্রাণ ভ্রমরা। ছেলের আসন্ন চলচ্চিত্র ‘বর্ডার 2’ এর প্রচার সারছেন সুনীর শেট্টিও। বাবা হওয়ার সমস্ত দায়িত্ব পালন করছেন। ‘বর্ডার’-এর মূল সিরিজে সুনীল শেট্টি গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করলেও ‘বর্ডার 2’-এ তিনি নেই। তরুণ প্রজন্মের ভিড়ে সেখান অভিনয় করছেন তাঁর ছেলে আহান শেট্টি। ছেলের প্রথম ছবি ব্যার্থ হয়েছিল। তাই এদের দ্বিতীয় ছবি নিয়ে তাঁর বিশাল আশা রয়েছে। আগামিকাল তথা ২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘বর্ডার ২’। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে ছবি মুক্তির জন্য অপেক্ষা করছেন। ছবি মুক্তির আগে নার্ভাস, আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুনীল শেট্টি। কেননা তাঁর ছেলে, আহান শেট্টি, বর্ডার ২-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। আহান কেমন অভিনয় করবেন, তাই দেখার জন্যে অপেক্ষায় ভক্তরা।

বিশেষ করে, আহানকে নিয়ে নেটপাড়ায় একাধিক কৌতূহলও জন্মেছে। তাঁর ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি দিচ্ছেন নেটবাসীরা। এমন পরিস্থিতিতে সুনীল তাঁর ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে একটি অজানা তথ্য শেয়ার করলেন। ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের সঙ্গে আহানের সম্পর্ক একসময় বি টাউনের ওপেন সিক্রেট ছিল। শোনা গিয়েছিল তাঁদের বাগদানও হয়ে গিয়েছিল। এমনকী আহানের দিদি আথিয়া-কেএল রাহুলের বিয়েতেও তানিয়ার উপস্থিতি নজর কেড়েছিল সকলে। কিন্তু আহানের বিচ্ছেদ হয়ে গিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুনীল শেট্টি এই বিষয়ে জানালেন, “আহান তব্যক্তিগত জীবনে খুবই শান্ত। তাঁর কণ্ঠস্বর দুর্দান্ত এবং ব্যক্তিত্ব অসাধারণ। সে তাঁর চিত্রনাট্য এবং চলচ্চিত্রগুলি খুব বুদ্ধিমানের সঙ্গে বেছে নেয়। আমি আবেগপ্রবণ, একটু বেশি আবেগপ্রবণ, এবং সে আমার চেয়ে অনেক বেশি সুদর্শন।”

এরপর আহানের ব্যক্তিগত জীবনের খাতা খুলে বলেন, ‘আহান আমার চেয়ে অনেক বেশি বিনয়ী। বাড়িতে আমরা তাঁকে “জেন বয়” বলি। তার মানসিকতাও একই রকম। সে খুব শান্ত এবং নার্ভাস হয় না সহজে। হয়তো এর কারণ সে এখনও অবিবাহিত। তবে একবার সে বাবা হয়ে গেলে, সবকিছু বদলে যাবে। একবার বিয়ে হয়ে গেলে এবং সন্তান জন্ম নিলে, জীবনের সবকিছু বদলে যাবে। ‘বর্ডার 2′ এ স্বাক্ষর করার কারণে অনেক সুযোগ হারিয়েছে সে। তাঁকে অনেক চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তাঁর ব্যয়বহুল দেহরক্ষী রয়েছে। তবে আহান অবিবাহিত। তানিয়া শ্রফের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে তাঁর।’ আহান ফ্যাশন ডিজাইনার তানিয়ার সঙ্গে ডেটিং করতেন। তানিয়া তাঁদের প্রতিটি পারিবারিক অনুষ্ঠানেও অংশ নিতেন। তাঁদের ১১ বছর সম্পর্ক ছিল। ২০২৩ সালের নভেম্বরে তাঁদের সম্পর্ক শেষ হয়। তারা ছোটবেলার বন্ধু ছিল এবং একই স্কুলে পড়তেন। তবে, আহান এবং তানিয়া কখনও তাদের বিচ্ছেদের ঘোষণা করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এবার বিয়ের পিঁড়িতে অদ্রিজা, পাত্র কে?

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

‘এই সময় সারাজীবন মনে রাখব’, INS বিক্রান্ত পরিদর্শন, নৌসেনাদের ‘স্যালুট’ সানি দেওলের

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

দুই পক্ষের স্ত্রীর মধ্যে জোর চর্চা, এমন পরিস্থিতিতে কেমন আছেন হিরণের মেয়ে নিয়াসা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ