এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ইচ্ছে ছিল মন্নতে করবেন পার্টি, তারপর…

নিজস্ব প্রতিনিধি: আজ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদিন সুশান্তের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই প্রয়াত অভিনেতা সুশান্ত জানিয়েছিলেন, শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে একটি পার্টি করার ইচ্ছে ছিল তাঁর বহুদিনের। এই নিয়ে তিনি শাহরুখের সঙ্গে কথোপকথনও সেরেছিলেন। সম্প্রতি, সুশান্তের দেওয়া ২০১৩ সালের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই উঠে এল, সুশান্তের এক অধরা স্বপ্নের কথা। শাহরুখ ছিলেন তাঁর একমাত্র পছন্দের অভিনেতা।

সুশান্ত বলেন, “আমি ছোট্ট থেকেই যশ রাজের প্রচুর ছবি দেখে বড় হয়েছি, বিশেষ করে শাহরুখ খানের চলচ্চিত্র আমার খুব পছন্দের ছিল। আমি তাঁর চলচ্চিত্রের একজন বড় ভক্ত ছিলাম। আমি কখনই তারকা-স্ট্রাক ছিলাম না কিন্তু আমি শাহরুখের বিশাল বড় ফ্যান ছিলাম। মনে আছে একবার আমি বান্দ্রায় শাহরুখের বাড়ির কাছে একটি কফি শপে আমার বন্ধুদের সঙ্গে বসেছিলাম। আর তখন তাঁর বাড়িতে একটি পার্টি চলছিল, তখন আমি দেখেছিলাম পার্টিতে নিমন্ত্রিত অতিথিরা অনেক বড় বড় গাড়ি করে তাঁর বাংলোতে প্রবেশ করছে। আমি নিজেকে বলেছিলাম যে একদিন আমিও এই বাড়ির ভিতরে গিয়ে পার্টি করব শাহরুখের সঙ্গে। সৌভাগ্যবশত, তিনি ২০১৩ তে আমাকে ঈদের পার্টি উপলক্ষ্যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। যা আমার জন্য সত্যিই আনন্দময় ছিল।” 

 

এছাড়া চলচ্চিত্র ছাড়া অন্য প্রজেক্টে কাজ করার প্রসঙ্গে সুশান্ত বলেছিলেন, “আমি ভাল কাজ করতে চাই। তা যে কোনও মাধ্যমে হতে পারে। যদি টেলিভিশনে আকর্ষণীয় কোনও প্রজেক্ট থাকে আমি অবশ্যই সেখানে অভিনয় করব এবং থিয়েটারের ক্ষেত্রেও তাই। আমি আমার নিজস্ব থিয়েটার কোম্পানি শুরু করতে পারি। এটি আমাদের শিল্পের মানসিকতা যে, আপনি থিয়েটার থেকে টেলিভিশনে, এরপর স্নাতক হন চলচ্চিত্রে, আপনি ফিরে যেতে পারবেন না আর পুরোনো জায়গায়। আমি জানি হলিউডের সবচেয়ে বড় অভিনেতারাও একই ভাবে তাঁদের সাফল্যতা অর্জন করেছেন।” সুশান্ত টেলিভিশন দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।

 

আর তাঁর অভিনীত ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ আজও সকলের হৃদয়ে বাস করে। এরপরই তিনি কাই পো চে (2013) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর শুদ্ধ দেশি রোমান্স (2013), পিকে (2014), গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর মতো আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন! তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। তবে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (২০১৬)। যার দ্বারা তিনি ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা বানিয়ে নেন।রাবতা (২০১৭), কেদারনাথ (২০১৮), সোনাচিরিয়া, ড্রাইভ (২০১৯) এবং ছিছোরে (২০১৯)।সুশান্তকে ১৪ জুন, ২০২০ সালের তাঁর মুম্বাইয়ের নিজস্ব বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই বছর তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁর শেষ চলচ্চিত্র ছিল ‘দিল বেচারা’ (২০২০)। এই ছবিটি তাঁর মৃত্যুর প্রায় এক মাস পর ডিজনি+ হটস্টারে মুক্তি পায়। মুকেশ ছাবরা পরিচালিত এই ছবিতে সুশান্তের পাশাপাশি অভিনয় করেছছিলেন সঞ্জনা সাঙ্ঘী, শাশ্বতা চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, সুনীতি ট্যান্ডন এবং সাহিল বৈদ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালের মঞ্চ মাতাবেন ডোনা

বাতিল সমস্ত কনসার্ট, গুরুতর অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী, কী হয়েছে নিকের ?

নজরকাড়া পোশাকে মরিশাসে ছুটি কাটাতে ব্যস্ত বিপাশা

জুন থেকেই পরবর্তী ছবির শুটিং শুরু করছেন শাহরুখ

বিপাকে এলভিশ যাদব, অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের ইডির

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর