এই মুহূর্তে




‘মাত্র ২ ঘন্টা ঘুমিয়েই অলওয়েজ চাঙ্গা থাকতেন’, সুশান্তের এত কম নিদ্রার রহস্য কী

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর আচমকা মৃত্যুতে গোটা দেশ আজও শোকাহত। নায়কের দেহ তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়। যেখানে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ছোট শহর থেকে উঠে এসে সবেমাত্র বলিউডে নিজের রাজ্যবিস্তার করতে সচেষ্ট হয়েছিলেন অভিনেতা। কিন্তু তার মধ্যেই সব শেষ। অল্প কিছুদিনেই ভক্তদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। কিছুই আর পরিপূর্ণ করতে পারলেন না। তবে অভিনেতার মৃত্যু সত্যিই কি আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছে তার উত্তর আজও মেলে নি। কিছুদিন আগেই তাঁর মৃত্যুর কারণ প্রসঙ্গে একটি বিস্ফোরক তথ্য দিয়েছিলেন মুম্বই হাসপাতালের আধিকারিক।

ময়নাতদন্তের সময় তাঁরা অভিনেতার গায়ে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছিলেন। কিন্তু সেই প্রসঙ্গ ওখানেই ধামাচাপা পড়ে যায়। এদিকে সুশান্ত মৃত্যুর মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী এখনও পুলিশি নাগালের বাইরে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই সত্য প্রমাণিত হয়নি। যাই হোক, আজ নায়কের ৩৭ তম জন্মবার্ষিকী। জন্মদিনে নায়কের বিষয়ে একটি অজানা তথ্য জেনে নিন।

আপনি কী জানেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মাত্র দুই ঘণ্টা ঘুমাতেন? হ্যাঁ, তাঁর ‘এমএস ধোনি: দ্য স্টোরি আনটোল্ড’ সহ-অভিনেত্রী কিয়ারা আদভানি নিজেই এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, প্রয়াত অভিনেতা কীভাবে ‘নিদ্রাহীন’ জীবন অতিবাহিত করতেন। যা কিনা খুবই অদ্ভূত, কারণ সুশান্তকে কখনই সেটে ক্লান্ত দেখা যায়নি। কিয়ারা আদভানি, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এমএস ধোনিতে সুশান্তের অন-স্ক্রিন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। একবার ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া ওরফে বিয়ারবাইসেপসের চ্যানেলে উপস্থিত হয়ে কিয়ারা আরও জানিয়েছিলেন যে, “সুশান্ত আমাকে সবসময়েই বলতেন যে মানুষের শরীরে মাত্র দুই ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। মানুষের ঘুম আট ঘন্টা বা সাত ঘন্টা যাই হোক না কেন, মাত্র দুই ঘন্টা হল প্রকৃত সময়। যখন আপনার মস্তিষ্ক প্রকৃতপক্ষে ঘুমায়। বাকি সময় আপনি অজ্ঞান থাকেন। তাই, তিনি সবসময় বলতেন, আমার শুধু দুই ঘন্টা ঘুমের দরকার।”

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

কাগজে বিজ্ঞাপন দিয়েই মৌবনীর বিয়ে, বাকি মেয়েদের পাত্রের সন্ধান কী পেলেন জাদুকর?

‘দেশদ্রোহিতার’ দায়ে কিংবদন্তি ইরানি পরিচালক জাফর পানাহির জেল

সমস্ত বিতর্কে জল ঢেলে অবশেষে ছাদনাতলায় স্মৃতি-পলাশ, কবে বিয়ে?

পথ দুর্ঘটনায় আহতদের কাছে দেড় ঘন্টা দেরিতে এল অ্যাম্বুলেন্স, ক্ষোভে ফেটে পড়লেন দিশার দিদি

ঋষভ শেট্টির বারণ না শুনে ‘কান্তারা’র দৈব্যকে অপমান, রণবীরের বিরুদ্ধে FIR দায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ