এই মুহূর্তে




পরিণীতাকে ছ্যাকা! টিআরপিতে অসাধ্য সাধন করল ‘রাঙামতী তীরন্দাজ’, শীর্ষস্থানে কে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে প্রতিটি সিরিয়ালের আয়ু। এদিকে টিআরপির ছ্যাকা খেয়ে বন্ধ হচ্ছে একের পর এক ধারাবাহিক, অন্যত্র দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষগুলি। সুতরাং দর্শকদের একেবারেই বোরিং হতে দেবেন না তাঁরা। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। গত কয়েক সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক চালু হয়েছে। যার মধ্যে, কণে দেখা আলো, কুসুম, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, এর আগে শুরু হয়েছে পরশুরাম, চিরসখা-সহ একাধিক ধারাবাহিক। শুরু থেকেই দারুণ রাজ করছিল রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, কিন্তু এখন শোনা যাচ্ছে টিআরপির ছ্যাকায় খুব তাড়াতাড়ি পাত্তাড়ি গোটাতে চলেছে এই ধারাবাহিক। তবে গত কয়েক বছরে টিআরপিতে অনেক বদল হয়েছে।

শীর্ষস্থান আবারও ফেরত পেয়েছে পরশুরাম, পরিণীতারা। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ রাজ করেছিল পরশুরাম। কিন্তু পরিণীতা ও রাজ রাজেশ্বরী ভবাণীর ছোবলে কিছুদিন অন্ধকারে ছিল পরশুরাম। তবে কয়েক সপ্তাহ ধরে আবারও ফর্মে ফিরেছে পরশুরাম।স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত, সাদামাটা চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। তিনি একজন পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু কিছুতেই ধরতে পারছে না স্ত্রী তাঁকে। তাই শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। যাই হোক আর দেরি না করে দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ কারা……

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, পরিণীতা, পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার। 

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: পরশুরাম ৭.১ (স্টার জলসা) 

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ৬.৯ (স্টার জলসা)

তৃতীয়: রাণী ভবাণী ৬.৫ (স্টার জলসা)

চতুর্থ: পরিণীতা (জি বাংলা) ৬.৩

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা) ৬.১

ষষ্ঠ: ও মোর দরদিয়া ৫.৯

সপ্তম: জগদ্ধাত্রী ৫.৮

অষ্টম: আমাদের দাদামণি, ফুলকি ৫.৫

দশম: লক্ষ্মী ঝাঁপি ৫.৪

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেক্সিকোর ফতিমা বস্কের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

‘সময় পেলে আমিও সিরিয়াল দেখি, আমার ভাল লাগে’, টেলি আকাডেমি মঞ্চে গোপন কথা ফাঁস মমতার

বুদ্ধ অবতার থেকে চোখ ধাঁধানো লাল গাউন, ‘মিস ইউনিভার্স’ মঞ্চে নজর কাড়ছেন ভারতীয় সুন্দরী

ঝুলনের বায়োপিক মনে ধরে নি নেটফ্লিক্সের, কবে মুক্তি পাবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’?

জল্পনায় সিলমোহর! দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম, বেবি বাম্প প্রকাশ্যে এনে দিলেন সুখবর

‘পশুর সঙ্গমের দৃশ্য’ বাদ, ৩টি সংলাপে কাঁচি, শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র পেল ‘মাস্তি ৪’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ