এই মুহূর্তে




নতুন বছরের প্রথম পূর্ণিমায় চন্দ্রের গোচরে বড় প্রাপ্তি, কাদের খুলবে ভাগ্য?

নিজস্ব প্রতিনিধি : বছরের শুরুতেই রয়েছে পূর্ণিমা। হিন্দু ধর্মে বছরের প্রতিটি পূর্ণিমার আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। ধর্মীয় দিক থেকে দেখতে গেলে বছরের প্রথম এবং শেষ পূর্ণিমা কে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। ২০২৬ সালের প্রথম পূর্ণিমা পড়েছে ৩ জানুয়ারি। একে পৌষ পূর্ণিমা বলা হয়ে থাকে। এই পূর্ণিমার দিনে চন্দ্র, বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বছর জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মন মানসিক অবস্থা সুখ এবং বাণীর গ্রহ হিসেবে চন্দ্রের গোচর হতে চলেছে এই পূর্ণিমার দিন। এই দিন রাত দশটায় চাঁদ মিথুন রাশিতে থাকবে। পৌষ পূর্ণিমায় একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভফল আসবে।

জানা গিয়েছে বৃষরাশি, কন্যারাশি এবং মীনরাশির জাতক-জাতিকারা এই পৌষ পূর্ণিমার দিন সুবিধা পাবে। চন্দ্রের বছরের কারণেই এই সুবিধা আসতে চলেছে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে।

পৌষ পূর্ণিমার দিন চন্দ্রের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে। নতুন পরিকল্পনা গ্রহণ ব্যবসায়ীদের জীবনে শুভ ফল নিয়ে আসতে পারে। চাকরিজীবীদের কোন বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। আর্থিক দিক থেকে আরও বেশি শক্তিশালী হবে। আর্থিক দিক থেকে যে সকল সমস্যা রয়েছে তা দূর হবে।

পৌষ পূর্ণিমায় চন্দ্রের গোচর ইতিবাচক প্রভাব আসবে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে। বাবা মায়ের সাহায্যে একটি নতুন উদ্যোগে নতুন কাজ শুরু করার সুযোগ রয়েছে। আর্থিক দিক স্থিতিশীল দেখাচ্ছে। খাদ্যাভাসে একটু নজর দিলেই স্বাস্থ্যের উন্নতি সম্ভব। বিবাহিত ব্যক্তিরা এই দিনেই সঙ্গী এবং পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলতে পারবেন।

বৃষ ও কন্যা রাশির পাশাপাশি চন্দ্রের গোচরের কারণে ইতিবাচক প্রভাব পড়বে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। তাদের ভাগ্য উজ্জ্বল হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা গাছগুলো এগিয়ে যাবে। আর্থিক সমস্যা দূর হবে। মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। নতুন চাকরির যোগ আসতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনির ঘরে ‘গ্রহের রাজকুমার’, বুধের প্রবেশ, কাদের পকেটে আসবে মোটা টাকা?

​১ জানুয়ারি তৈরি হচ্ছে বিরল ‘চতুর্গ্রহী যোগ’, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, কনকনে ঠান্ডায় সাবধানে থাকুন..

শনি-রাহু-কেতু থেকে সাবধান! নতুন বছরে সমস্যায় পড়তে পারেন এই ২ রাশি

কর্মক্ষেত্রে দুশ্চিন্তা নাকি অপ্রত্যাশিত লাভ, কেমন কাটবে সোমবার সারাদিন

নতুন বছরে স্বস্তিতে কেরিয়ার, ব্যবসাতে উন্নতি এই রাশির জাতকদের জীবনে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ