এই মুহূর্তে




শনি-রাহু-কেতু থেকে সাবধান! নতুন বছরে সমস্যায় পড়তে পারেন এই ২ রাশি

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরে শনি, রাহু, কেতুর প্রভাব থাকবে সব রাশির ওপরে। তবে ২টি রাশির ওপরে সব থেকে বেশি প্রভাব পড়বে। এই দুটি রাশির জীবনে সমস্যা আসতে পারে। রাহু ও কেতু সমস্যা দেবে। পাশাপাশি রয়েছে শনির সাড়েসাতি ও ঢাইয়া। এরফলে সমস্যা হতে পারে। নতুন বছরে ৫টি গ্রহ একসঙ্গে মকর রাশিতে অবস্থান করতে চলেছে।

জানা গিয়েছে মকর রাশিতে শুক্র সূর্য মঙ্গল বুধ ও চন্দ্র একসঙ্গে থাকতে চলেছে। পাশাপাশি নতুন বছরের সুন্নি রাহু ও কেতু প্রভাব ফেলতে চলেছে দুটি রাশিতে। এর মধ্যে একটি রাশি সিংহ অন্য একটি রাশি কুম্ভ। এই দুই মাসে ২০২৬ সালে ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। না হলে একাধিক সমস্যা আসতে পারে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে নতুন বছরের সিংহ রাশিতে কেতু থাকার জন্য প্রভাব পড়তে পারে। এই রাশিতে শনির ঢাইয়ার প্রভাব থাকতে পারে। পাশাপাশি শনির রাশি কুম্ভতে রাহু থাকার কারণে এই রাশিতে শনির সাড়ে সাতের প্রভাব বজায় থাকবে। সিংহ এবং কুম্ভ রাশির উপর রাহুল ও কেতুর সঙ্গে শনি র এই সমস্যা সাবধানে মেনে চলতে হবে।

সিংহ- ২০২৬ সালে সিংহ রাশির ওপর শনির ঢাইয়া এবং কেতুর প্রভাব থাকবে। এর ফলে এই বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এরফলে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের উপরেই শুধু খরচ করার কথা বলা হচ্ছে। জীবনসঙ্গের সঙ্গে সতর্কতা নিয়ে থাকতে হবে। তাঁর সঙ্গে মতভেদ হওয়ার আশঙ্কা রয়েছে। এই অশুভ প্রভাব থেকে পারিবারিক সমস্যার সমাধান করতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে দেখতে গেলে কাজের চাপ বাড়তে পারে। সিনিয়রের সঙ্গে অফিসে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে পরিবর্তন আসতে পারে। সে কি সব সময় পছন্দের নাও হতে পারে। বন্ধুদের সমস্ত কথা বলা থেকে দূরে থাকুন।

কুম্ভ-কুম্ভ তে রাহুর অবস্থানের কারণে শনির সাড়েসাতি প্রভাব ফেলতে চলেছে। শনির সাড়েসাতি শেষ দশা চলছে। এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সোনার মতো উজ্জ্বল হয়ে আসতে পারে। ব্যবসায়ীরা ক্ষেত্রে বেশি আয়ের জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কারণ প্রতিদ্বন্দ্বী বেশি করে চাপ সৃষ্টি করতে পারে। আর্থিক ক্ষেত্রের সঠিক ম্যানেজমেন্ট এর প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে হতে পারে। পারিবারিক সমস্যা জীবনসঙ্গীর সঙ্গে সুখী জীবন কাটানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। মানসিক স্থিতি সমস্যায় ফেলতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে কিছু অশান্তি মনো কষ্টের কারণ হতে পারে। এর ফলে কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে।

 



Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনির ঘরে ‘গ্রহের রাজকুমার’, বুধের প্রবেশ, কাদের পকেটে আসবে মোটা টাকা?

​১ জানুয়ারি তৈরি হচ্ছে বিরল ‘চতুর্গ্রহী যোগ’, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, কনকনে ঠান্ডায় সাবধানে থাকুন..

নতুন বছরের প্রথম পূর্ণিমায় চন্দ্রের গোচরে বড় প্রাপ্তি, কাদের খুলবে ভাগ্য?

কর্মক্ষেত্রে দুশ্চিন্তা নাকি অপ্রত্যাশিত লাভ, কেমন কাটবে সোমবার সারাদিন

নতুন বছরে স্বস্তিতে কেরিয়ার, ব্যবসাতে উন্নতি এই রাশির জাতকদের জীবনে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ