নিজস্ব প্রতিনিধিঃ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে নারিনো এলাকায় গেরিলা হামলা। নিহত হয়েছে চার সেনাকর্মী। গেরিলা সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া(ফার্ক) হামলা চালায়। গত শনিবার(১৬ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালে বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে সরকারের শান্তিচুক্তি হয়। অর্ধশতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে। পরে ফার্ক ওই শান্তিচুক্তি থেকে সরে আসে। এই চুক্তি মেনে নেয়নি ফার্কের একটি বিচ্ছিন্নতাবাদী দল দ্য এসতাদো মেয়র সেন্ট্রাল (এএমসি)।
এই প্রেক্ষাপটে সোমবার(১৮ সেপ্টেম্বর) সরকারের সঙ্গে তিন দিনের শান্তি বৈঠকে বসার কথা ফার্কের। সেই আবহেই ফের গেরিলা হামলা।