এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজাকে ধ্বংস করতে ইজরায়েলকে যখন মদত জোগাচ্ছে আমেরিকা, ঠিক তখনই গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। শনিবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ওই কথা ঘোষণা করে মাস্ক লিখেছেন, ‘গাজায় ত্রাণকার্যে নিয়োজিত আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলিকে ইন্টারনেট সংযোগ দেবে স্টার লিঙ্ক।’ উল্লেখ্য, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টার লিঙ্কেরও কর্ণধার হলেন মাস্ক।

গত ৭ অক্টোবর হামাসের হামলার বদলা নিতে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় শনিবার বিকেল পর্যন্ত প্রায় পৌনে আট হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই শিশু ও মহিলা। ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২১ দিন ধরে গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে গোটা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনি ভূখণ্ড। স্থানীয় বাসিন্দারা কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে আত্মীয়স্বজনদের খোঁজখবর না পেয়ে উদ্বেগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁদের।

গাজায় অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছিলেন আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কোর্তেজ বনামে এক মার্কিন সমাজকর্মী এবং মানবাধিকার নেত্রী। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ গাজার ২২ লক্ষ বাসিন্দার দুর্দশার কথা তুলে ধরে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে গাজায় যোগাযোগের সব পথ বন্ধ। ২২ লক্ষ মানুষের যোগাযোগের পথ বন্ধ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে সাংবাদিক, চিকি‍ৎসক এবং ত্রাণ কর্মীরা তাদের কর্তব্যটুকু করতে পারছেন না। কীভাবে এই নারকীয়তাকে সমর্থন করা যায় জানি না।’ কোর্তেজের ওই টুইটে অসংখ্য মানুষ কমেন্ট করেন। আর তার পরেই ‘এক্স’ কর্ণধার ইলন মাস্ক এক টুইটে গাজায় ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা জানান মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি জানান, ‘গাজায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর জন্য ইন্টারনেট সংযোগ দেবে তার প্রতিষ্ঠান স্টারলিঙ্ক’। তবে ইন্টারনেট সংযোগ চালুর জন্য গাজা থেকে এখনও কেউ তাঁর কিংবা তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন টেসলা কর্ণধার। ‘এক্স’-এ তিনি লেখেন, ‘গাজায় ইন্টারনেট সংযোগের কর্তৃপক্ষ কারা তা আমাদের জানা নেই। তবে আমরা জানি, এখন পর্যন্ত কেউ ইন্টারনেট সংযোগ চেয়ে কেউ আবেদন করেনি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রিমিয়ার লিগে প্রথমবার রেফক্যাম প্রযুক্তির ব্যবহার

আদালত অবমাননার দায়ে ট্রাম্পকে জেলে পোরার হুঁশিয়ারি বিচারকের

২ মাসের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা

খোদ সিইও’কে বরখাস্ত করল জি মিডিয়া করপোরেশন

ভাড়া নিয়ে বিবাদ, অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে খুন ভারতীয় পড়ুয়া

ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ দিল ইজরায়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর