-273ºc,
Sunday, 4th June, 2023 10:35 am
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড মিসিসিপির বিস্তীর্ণ এলাকা। প্রাণঘাতী ঘূর্ণিঝড়ে মারা গিয়েছেন ২৩ জন। নিখোঁজ রয়েছেন আরও চার জন। তাছাড়া আহত হয়েছেন অসংখ্য। ফলে মৃতের সংখ্যা বাড়ছে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে।
শনিবার মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে টুইটে জানানো হয়, শুক্রবার রাজ্যের ১০০ বর্গমাইলজুড়ে আঘাত হানে ঘূর্ণিঝড়। সিলভার সিটি, রোলিং ফর্ক, শারকে সহ একাধিক শহর বিধ্বংসী ঝড়ে কার্যত লণ্ডভণ্ড। কোথাও উড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, আবার কোথাও বাড়ি-ঘর ভেঙে পড়েছে। বেশ কিছু এলাকা ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। ঝড় শুরু হওয়ার পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ লাইনও কার্যত বিপর্যস্ত। ঝোড়ো হাওয়ার সঙ্গে লাগাতার মুষলধারে বৃষ্টি পড়ছে। ফলে উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
জাতীয় আবহাওয়া পরিষেবা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলভার সিটি, রোলিং ফর্কে তাণ্ডব চালানোর পরে আলবামার দিকে ধেয়ে যাচ্ছে বিধ্বংসী ঝড়। সেখানে আরও ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। ইতিমধ্যেই আলাবামা সহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ‘আপনারা এক প্রাণহানির হুমকির মুখে রয়েছে। ফলে এখন থেকেই নিজের জীবন রক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি নিন।’