26ºc, Mist
Monday, 27th March, 2023 8:55 am
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪০জন বাস যাত্রী। দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে, খবর ডন পত্রিকার।
প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে ডন পত্রিকা জানিয়েছে, প্রাথমিক খবরে তারা জেনেছে বাসে ছিল ৪৮জন যাত্রী। চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালিয়ে আসছিলেন। বালোচিস্তানের লাসবেলার কাছে একটি সেতুতে ওঠার সময় ইউ টার্ন নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মাটিতে পড়তেই আগুন লাগে। ৪৮জনের মধ্যে ৪০জনেরই মৃত্যু হয়েছে। বাকি আট রীতিমতো সঙ্কটজনক।
লাসবেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আঞ্জুম জানিয়েছেন, প্রাথমিক খবরে তারা জেনেছে, বাসে যাত্রী ছিল ৪৮জন। আসছিল কোয়েট্টা থেকে। গন্তব্য ছিল বন্দর শহর করাচি। লাসবেলার কাছে একটি সেতুতে ওঠার সময় বাস চালক ইউটার্ন নিতে গিয়ে সোজা রেলিংয়ে ধাক্কা মারলে রেলিং ভেঙে যায়। বাসটি গিয়ে পড়ে কয়েক ফুট নীচে। বাস পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। যাত্রীদের পক্ষে কোনওভাবেই বাসের বাইরে বেরিয়ে আসা সম্ভব ছিল না। বাসের মধ্যেই পুড়ে যান ৪০জন যাত্রী। শরীর এতটাই পুড়ে গিয়েছে, যে ৪০ যাত্রীকে শনাক্ত করা প্রায় অসম্ভব। আটজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের শরীরের প্রায় সত্তর শতাংশ জ্বলে গিয়েছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। চিকিৎসকেরা তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন।
পাকিস্তানে পথ দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা। ২০১৮-তে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি মানুষের।
আরও পডুন গ্রিডে বিপর্যয়, অন্ধকারে ডুবে গোটা পাকিস্তান