-273ºc,
Friday, 9th June, 2023 4:28 am
নিজস্ব প্রতিনিধি: আদালতে স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত ইমরান খানকে আটটি মামলায় জামিন দিয়েছে। ৮ জুন পর্যন্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতার জামিন মঞ্জুর করেছেন বিচারক।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত ৮টি মামলায় জামিন দিয়েছে। আদালত চত্বরে হিংসার ঘটনায় এই মামলাগুলি দায়ের করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আগামী ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে এদিন , আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিন পেয়েছেন। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) বুশরার বিরুদ্ধে মামলা করেছিল। আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছে এনএবি-এর আদালত। গ্রেফতার হওয়ার আশঙ্কায় আগাম জামিন চেয়েছিলেন ইমরান খানের স্ত্রী।
উল্লেখ্য মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে হাজির হওয়ার কথা রয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন পিটিআই এর কয়েক হাজার সমর্থক। ইমরানকে গ্রেফতারের পর পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পর তাঁদেরকে গ্রেফতার করে পাক পুলিশ।