এই মুহূর্তে




লাইফ সাপোর্টে ঢাকাই নায়িকা, ক্লিনিক্যালি মৃত ঘোষণা চিকিৎসকদের




আন্তর্জাতিক ডেস্ক : লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকার নায়িকা তানিন সুবহা। সপ্তাহখানেক ধরে অবস্থার কোনও উন্নতি হয়নি তাঁরা। রবিবার সন্ধ্যায় ছড়ায় তাঁর মৃত্যুর গুজব। তবে এখনো অভিনেত্রী লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছে নায়িকার পরিবার।

হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর হৃদযন্ত্র কিছুটা সচল হলেও, ব্রেন সাড়া দিচ্ছে না।এককথায় প্রায় ব্রেন ডেড হয়েছে। রবিবারই চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তবে তাঁর স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সকলেই। অভিনেত্রীর স্বামীর অনুমতি মিললে লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

সোমবার সকালে অভিনেত্রীর ছোট ভাই ইনজামুল রামিম জানান, চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন নতুন করে কিছু করার নেই। মিরাকেল ছাড়া অভিনেত্রীকে ফেরানো সম্ভব নয়। মেশিনের মাধ্যমে হার্ট চললেও, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চিকিৎসকরা লাইফ সাপোর্ট খোলার কথা জানিয়েছেন। অভিনেত্রী মা এই বিষয়ে রাজি হননি। কিন্তু তাঁর স্বামীর অনুমতির অপেক্ষা করছেন সকলে। তাঁর অনুমতি মিললেই খুলে দেওয়া হবে লাইফ সাপোর্ট।

চলতি মাসের শুরুতেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। বাড়ির কাছেই একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ফিরে যান তিনি। কিন্তু সন্ধ্যায় ফের অসুস্থতা বোধ করেন। তড়িঘড়ি বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর কার হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী।

জানা যায়, বুকে ব্যথা ও ঘামছিলেন অভিনেত্রী। প্রথমে অ্যাসিডিটির সমস্যা মনে করে ওষুধ খান, কিন্তু এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে তাঁর অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিদ্যু‍ৎ করিডর’ নয় ভারতকে, হাসিনা জমানার সিদ্ধান্ত বাতিল ইউনূস সরকারের

ইরানে ক্ষমতার পালাবদলের ডাক দিলেন খামেনির ভাইপো

ইরানে ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৬৩৯ জনের

‘ইরানে হামলা করতে পারি, আবার নাও করতে পারি’, ধোয়াঁশা রেখে দিলেন ট্রাম্প

হিন্দুত্বের ছোঁয়া! নজরুলের ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য গুঁড়িয়ে দিল মোল্লা ইউনূসের সরকার

ইজরায়েলের সমালোচনা করায় মার্কিন সেনা কর্তাকে সরালেন ট্রাম্প

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ