নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল এবং হামাসের সংঘর্ষের মাঝে গাজায় দ্বিতীয়বার ত্রাণ সামগ্রী পাঠাল ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, প্যালেস্টাইনের জনগণকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে ভারত। বর্তমানে @IAF_MCC সি১৭ বিমানটি ৩২ টন ত্রাণ নিয়ে মিশরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গাজা থেকে মিশরের এল-আরিশ বিমানবন্দরটি প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।
উল্লেখ্য, গাজা উপত্যকায় সহায়তা পাঠানোর একমাত্র কেন্দ্র হল রাফাহ ক্রসিং। গত ২২ অক্টোবর ভারত প্রথমবার প্যালেস্টাইনে ত্রাণ সামগ্রী পাঠায়। প্যালেস্টাইনের জন্য প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন দুর্যোগ ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ, সার্জিক্যাল সামগ্রী, স্লিপিং ব্যাগ, ত্রিপল, পানীয় জল বিশুদ্ধকরণের ট্যাবলেটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু।
এই ঘটনার পরই ইজরায়েল বাহিনী হামলা চালানো শুরু করে গাজার উপকূলে। বর্তমানে গাজার সর্ববৃহৎ আল-শিফা হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সংকটের জেরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে প্রাণ হারাচ্ছে বেশ কয়েকজন রোগী । জাতিসংঘের তরফে জানান হয়েছে, বেশ কয়েকজন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩২ শিশুসহ প্রায় ২৯১ জন রোগী।