এই মুহূর্তে




আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: দুই পড়শি দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিল ইরান। আজ শনিবার (১৮ অক্টোবর) তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ে ওই প্রস্তাব দেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই পড়শি দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। পড়শি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাকতুনখোযায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে ১৫ আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। গত বুধবার সন্ধ্যায় যুযুধান দু’পক্ষের তরফে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল।

সেই যুদ্ধবিরতির সময়সীমা শেষ শেষ হতে না হতেই শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালায় পাকিস্তান। বিমান হামলায় দেশটির উরগুন এবং বারমাল জেলায় একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন ক্রিকেটার। আগামী নভেম্বরেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পিন বোলদাকের জনস্বাস্থ্য বিভাগের প্রধান করিমুল্লাহ জুবায়ের আগা অভিযোগ করেছেন, ‘পাকিস্তান যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে স্পিন বোলদাক জেলার বেসামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।’ বিমান হামলার শিকার হাজি বাহরাম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন ‘যে দেশ নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এখানে নারী, শিশু এবং বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে পাকিস্তান এটা করেছে।’

শুক্রবার রাতে কান্দাহারের স্পিন বোলদাক জেলার একাধিক জায়গায় ওই হামলা চালানো হয়। মূলত আবাসিক এলাকা লক্ষ্য করে ওই হামলা চালায় পাক সেনা। হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। আফগানিস্তানের ভূখণ্ডে ঢুকে পাকিস্তান বিমান হামলা চালানোয় ক্ষোভে ফুঁসছে তালিবান সরকার। শনিবার (১৮ অক্টোবর) তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরাসরি হুঙ্কার ছেড়ে বলেছেন ‘হামলা চালিয়ে নিরীহ আফগানদের খুন করার মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। কান্দাহারে বিমান হামলার বদলা নেওয়া হবে।’

ইরানের ‘মেহের নিউজ এজেন্সি’ জানিয়েছে, শনিবার আফগান বিদেশমন্ত্রী মুত্তাকিকে ফোন করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।  ফোনে তিনি দু’পক্ষকে সংযম প্রদর্শন, শত্রুতা বন্ধ এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। তালিবান বিদেশমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘দুই মুসলিম পড়শি দেশের মধ্যে অব্যাহত উত্তেজনা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করবে।’ জবাবে আফগান বিদেশ মন্ত্রী জানান ‘আফগানিস্তান সামরিক সংঘাত চায় না। সংলাপের মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করে সান্তি চায়।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কান্দাহারে পাকিস্তানের বিমান হানায় নিহত ৪০ আফগান, বদলার হুমকি তালিবান সরকারের

কট্টরপন্থী মুসলিমদের জোর ধাক্কা, পর্তুগালে প্রকাশ্যে নিকাব পরা নিষিদ্ধ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

মন খারাপের খবর, চার দশকের পথচলায় ইতি টানছে MTV

চরম নিষ্ঠুরতা! ২৭ বছর ধরে মেয়েকে ঘরে আটকে রেখে অত্যাচার বাবা-মায়ের

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা ৫.৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ