-273ºc,
Friday, 2nd June, 2023 3:05 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির মামলায় স্বস্তি পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য পরোয়ানা খারিজ করতে রাজি হলেন না ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। নিম্ন আদালতে ধাক্কা খেয়ে জামিন অযোগ্য পরোয়ানা খারিজের দাবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন বলে পাকিস্তান তেহরিক ইনসাফের এক শীর্ষ নেতা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সামগ্রী চড়া মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলার একাধিক শুনানিতে গরহাজির থাকার কারণে গত ২৮ ফেব্রুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল।
আদালতের নির্দেশ মেনে গতকাল রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে যায় ইসলামাবাদ ও লাহোর পুলিশের বিশাল বাহিনী। যদিও খালি হাতেই ফিরতে হয় তাদের। পুলিশ গ্রেফতারে ব্যর্থ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান। কিন্তু সুরাহা মিলল না।