-273ºc,
Saturday, 3rd June, 2023 3:45 am
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির থাবা থেকে বাঁচতে এবার রাজধানী বেজিংয়ে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করল চিন প্রশাসন। পাশাপাশি হেনান প্রদেশের অ্যানাঙ শহরে মঙ্গলবার থেকে ফের লকডাউন জারি করা হয়েছে। নতুন করে যাতে করোনার সংক্রমণ বেলাগাম হতে না পারে, তার জন্য গণহারে নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
গত ২৪ ঘন্টায় চিনে আরও ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। আগামী মাসে যেহেতু বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে, তাই প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইতিমধ্যেই বেজিংয়ে ঢোকার বিভিন্ন সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতির উপরে ২৪ ঘন্টাই চোখ-কান খোলা রাখতে হবে।
পাশাপাশি হেনান প্রদেশের অ্যানাঙে দুই স্থানীয় বাসিন্দার শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কোনও ঝুঁকি না নিয়ে মঙ্গলবার থেকেই ওই শহরে লকডাউন চালু করেছে স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা ‘জিনহুয়া’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ি চালানোর উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। অপ্রয়োজনীয় পণ্যের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের বাসিন্দাদের করোনার নমুনা পরীক্ষার উপরেও জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় শহরটির ৫৪ বাসিন্দার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে গত কয়েকদিনে মারণ ভাইরাসে ৮৪ জন আক্রান্ত হলেন।