এই মুহূর্তে




অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা! আটক একাধিক বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে থাকেন বহু বাংলাদেশী। বাংলাদেশে সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। তার পরেই সৌদিতে বসবাসকারী বাংলাদেশীদের ভোট সম্পর্কে জানাতে চালানো হয় প্রচার। নির্বাচনের প্রচার নিয়েই এবার বাংলাদেশিদের সতর্ক  করেছে সৌদির বাংলাদেশ দূতাবাস। জানানো হয়েছে সৌদিতে অনুমতি ছাড়া কোনও নির্বাচনী সভা করা যাবে না। সেই নির্দেশের মধ্যেই অনুমতি ছাড়া সভা করার জন্য বেশ  কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলে জানিয়েছে দূতাবাস।

সৌদির রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস বুধবার (১৭ ডি‌সেম্বর) রাতে একটি বিজ্ঞ‌প্তিতে নির্বাচনী প্রচারের বিষয়ে বাংলাদে‌শি নাগ‌রিকদের সতর্ক করেছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশের ১৩তম জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সভা ও সমাবেশের জন্য কিছু বাংলাদেশিকে আটক করেছে। অভিযোগ উঠেছে, দেশের বিভিন্ন স্থানে ভাড়া করা হল, হোটেল, রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাড়িতে অননুমোদিত গোষ্ঠীর ব্যানারে এই প্রচার পরিচালিত হয়েছিল। কিছু লোকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুন: ইউনূসের বিদেশ উপদেষ্টার হুঁশিয়ারির পরে চালু ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

দূতাবাস সৌদি আরবে প্রবাসী সকল বাংলাদেশিকে রাজনৈতিক সভা ও প্রচারণার আয়োজন বা যোগদান এড়াতে এবং যথাযথ অনুমতি ছাড়া অনলাইনে বিভ্রান্তিকর বা বেআইনি বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আইনি ঝামেলা এড়াতে সৌদি আরবের আইন, নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করার জন্য বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ওই দিন গণভোটও হবে। নির্বাচন শেষ হওয়ার পরেই শুরু হবে গণনা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। স্বাধীন বাংলাদেশে এই প্রথম ভোটে লড়তে পারছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ। এবারের লড়াই মূলত ত্রিমুখী। খালেদা জিয়ার বিএনপির সঙ্গে লড়াই মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী এবং পাকিস্তানপ্রেমী জাতীয় নাগরিক পার্টির। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।

ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জঙ্গি হাদির মৃত্যুর বদলা নিতে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার হুমকি

সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দেওয়া জঙ্গি হাদিকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনূসের

বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাণ্ডা শরিফ হাদি খতম

সোনা জিতলেন থাইল্যান্ডের রানি, স্ত্রীকে পদক পরালেন রাজা

ঠাঁই হবে না, প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি তরুণীকে ফিরিয়ে দিল বিএসএফ

ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ