এই মুহূর্তে




‘টাইম হ্যায়, ইয়ে মাফি মাঙ্গ লে…’, হিজাব বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডনের

নিজস্ব প্রতিনিধি: মুসলিম মহিলার হিজাব টেনে খুলে ফেলা বিতর্কে আরও বিপাকে পড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুমকি দিলেন পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টি। সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ চিকি‍ৎসকদের হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু এক মুসলিম মহিলা তরুণী চিকি‍ৎসক নিয়োগ পত্র নিতে আসলে মুখ্যমন্ত্রী তাঁকে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকোতে পারেননি। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই মুসলিম তরুণী চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দেন নীতীশ কুমার। যা দেখে তরুণী থেকে শুরু করে সবাই অপ্রস্তুত অবস্থায় পড়েন। মুসলিমদের ধর্মাচারণে আঘাত করেও নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতে থাকেন নীতীশ ও তাঁর পাশে থাকা দুই আধিকারিক। মুখ্যমন্ত্রীর এই কুকীর্তির ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তাঁর তুলোধনা শুরু করেন নেটিজেনরা।

এবার মুসলিম ধর্মের বিরোধী আচরণ করার দায়ে মৃত্যু হুমকির শিকার হলেন নীতীশ কুমার। নীতীশকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুমকি দিলেন পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। ভাট্টির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “বিহারের ওই লোকটি (নীতিশ কুমার) একজন মুসলিম মেয়ের সঙ্গে এগুলো কী করেছে, তা সবাই নিশ্চয়ই দেখেছেন। ওঁর কাছে এখনও ওই মহিলার কাছে ক্ষমা চাওয়ার সময় আছে। সময় থাকতে ক্ষমা চেয়ে নিন। আপনার জন্য ভালো হবে। পরে, আপনি আমাকে দোষ দিতে পারবেন না।” যদিও এই ভিডিও টি নিয়ে বিহার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভিডিওটি ভাইরাল হওয়ার পর, বিরোধী নেতারা এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন। কংগ্রেস নীতীশ কুমারকে “নির্লজ্জ” বলে অভিহিত করেছে।

বিহারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এমন ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে এমন জঘন্য কাজ কেউ আশা করে নি। বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে দলটি। এদিকে, সমাজবাদী পার্টির মহারাষ্ট্র সভাপতি আবু আজমিও কুমারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রীর মতো একজন ব্যক্তি, যিনি একাধিকবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একজন সিনিয়র নেতা, একজন মহিলার প্রতি এত অসম্মানজনক আচরণ করায় তিনি গভীরভাবে দুঃখিত। এটিকে অগ্রহণযোগ্য।
যদি কোন মহিলা বোরকা পরেন, তাহলে তা তার ব্যক্তিগত পছন্দ, এবং জোর করে হাত দিয়ে তা খুলে ফেলা এই বার্তা দেয় যে মুসলমানদের জীবনের কোন মূল্য নেই এবং যে কেউ তাদের বোরকা খুলে ফেলতে পারে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৬০ কোটির প্রতারণা মামলায় শিল্পার মুম্বইয়ের বাড়িতে আয়কর হানা

ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

একদশক ধরে ছেলে কোমায়!‌ বাবা–মা স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন সুপ্রিম কোর্টে, আদালত কী বলল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ