আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত রাজনীতি থেকেই সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন ফিলিপাইনসের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। শনিবার সাংবাদিক সম্মেলনে কার্যত সবাইকে চমকে দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। যদিও কবে অবসর নেবেন, তা সুনির্দিষ্টভাবে জানাননি দ্বীপ রাষ্ট্রের বর্তমান শাসক।
রাজনীতি থেকে দুতার্তের সন্ন্যাস নেওয়ার ঘোষণার পরেই জল্পনা শুরু হয়েছে, তাঁর উত্তরসূরি কে হবেন? সূত্রের খবর, ফিলিপাইনসের বর্তমান প্রেসিডেন্টের উত্তরসূরি হতে পারেন তাঁর কন্যা সারা দুতার্তে। মূলত বাবাকে নানা অভিযোগ থেকে বাঁচাতে তিনিই দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন।
৭৬ বছর বয়সী দুতার্তে ২০১৬ সালের নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ফিলিপাইনসের প্রেসিডেন্ট পদে আসীন হন। কিন্তু গত পাঁচ বছর ধরে তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা নির্মূলের নামে কয়েক হাজার মানুষকে নির্বিচারে খুন সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ফিলিপাইনসে ছয় বছরের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যায়নি। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে আসন্ন ভোটে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন দুতার্তে। তাঁর সেই ঘোষণা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেউ প্রেসিডেন্ট পদে থাকার পরে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন, এমন নজির নেই।
তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হঠেছেন ফিলিপাইনসের প্রেসিডেন্ট। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি না। শুধু তাই নয়, রাজনীতি থেকেই সন্ন্যাস নিচ্ছি।’ তবে প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পরে নাকি আগে রাজনৈতিক সন্ন্যাস নেবেন, তা খোলসা করেননি দুতার্তে।