আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যায় মোদি সরকারকে পাশে পেতে মোক্ষম চাল চালল বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। মুম্বই হামলার বর্ষপূর্তির পাঁচ দিন আগে আচমকাই পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবাকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করল ইজরায়েল। মঙ্গলবার ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘অসংখ্য ভারতীয়দের খুনের সঙ্গে জড়িত লস্কর-ই-তৈইবা। তাই ওই জঙ্গি গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।’
ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন ‘হামাস’ এর হামলার বদলা হিসেবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নরসংহারে নেমে পড়েছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। ইতিমধ্যেই ইজরায়েলি সেনার হামলার সাড়ে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তার মধ্যে অর্ধেকেরই বেশি শিশু ও মহিলা। ধর্মীয় স্থল থেকে শুরু করে হাসপাতাল, শরণার্থী শিবির থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান-ইজরায়েলি জল্লাদদের হাত থেকে রেহাই পায়নি। কার্যত গত ৪৬ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে মানবিকতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর খুনে বাহিনী।
হামাস হামলার পরেই ‘বিশেষ বন্ধু’ মার্কিন যুক্তরাষ্ট্রের দোসর ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু পরে গাজায় ইজরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর নিন্দা জানিয়েছেন। এমনকি ইজরায়েলের অনুরোধ সত্বেও হামাসকে ‘সন্ত্রাসবাদী সংগঠনে’র তালিকাভুক্ত করে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেনি নয়াদিল্লি। শুধু তাই নয়, জাতিসঙ্ঘে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাবকেও সমর্থন জানিয়েছেন ভারতের প্রতিনিধি। ফলে ইজরায়েল সরকার খানিকটা চাপে পড়েছে। তাই মোদি সরকারকে পাশে পেতে মুম্বই হামলার ১৫ বছর বাদে আচমকাই পাক জঙ্গি গোষ্ঠীকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে।