এই মুহূর্তে




সোনা জিতলেন থাইল্যান্ডের রানি, স্ত্রীকে পদক পরালেন রাজা

আন্তর্জাতিক ডেস্ক: খেলাধুলোয় বরাবরই বিশেষ আগ্রহ থাইল্যান্ডের রানি সুথিদার। কখনও ম্যারাথনে নেমে পড়েন। আবার কখনও পালতোলা নৌকা চালানোতে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে পালতোলা নৌকা চালানোর ক্ষেত্রে দলগতভাবে সোনা জিতেছেন ৪৭ বছর বয়সী রানি সুথিদা। আর বিজয়ের মঞ্চে স্ত্রীর গলায় সোনার পদক পরিয়ে দিয়েছেন স্বয়ং থাই রাজা মহা বজিরালংকর্ন। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

থাইল্যান্ডে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস।  যা সি গেমস (SEA Games) হিসেবেই সমধিক পরিচিত। এদিন  পালতোলা নৌকার প্রতিযোগিতা সেইলিংয়ে সতীর্থদের সঙ্গে নেমেছিলেন থাই রানি সুথিদা।  ৪৭ ফুট লম্বা নৌকায় রানি ছিলেন প্রধান ট্যাকটিশিয়ান। তাঁর দায়িত্ব ছিল নৌকার গতিবিধি ঠিক রাখা। তবে সাত পর্বের প্রতিযোগিতার ষষ্ঠ ও সপ্তম পর্বেই শুধু অংশ নিয়েছেন তিনি। থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র পাটেয়ার কাছে সমুদ্রে মালয়েশিয়া ও মায়ানমার দলকে টেক্কা দিয়ে সবার আগে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছয় রানির দল।

রাজা মহা বজিরালংকর্নকে বিয়ের আগে থাই এয়ারওয়েজের বিমানবালা ছিলেন সুথিদা। পরে সামরিক বাহিনীতে যোগ দেন। ২০১৯ সালে থাই রাজাকে বিয়ে করেন। চলতি মাসেই রানি সুথিদা ব্যাঙ্ককে কেনিয়ার কিংবদন্তি দৌড়বিদ এলিউড কিপচোগের সঙ্গে হাফ ম্যারাথন শেষ করেছেন ২ ঘণ্টা ১৩ মিনিট ৪০ সেকেন্ডে।

পালতোলা নৌকা চালানোর ক্ষেত্রে বরাবরই বিশেষ দক্ষতা রয়েছে থাই রাজ পরিবারের সদস্যদের। ৫৮ বছর আগে ১৯৬৭ সালে সি গেমসে বর্তমান রাজা বজিরালংকর্নের পিতা রাজা ভূমিবল আদুলিয়াদেজ নিজের বানানো নৌকায় সোনা জিতেছিলেন। রাজা ভূমিবলের সঙ্গে সেদিন সেইলিংয়ে ছিলেন রাজকন্যা উবোলরাতানাও। এবারের সি গেমস আগামী শনিবার (২০ ডিসেম্বর) শেষ হবে। বৃহস্পতিবার পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড। দেশটি জিতেছে ১৯৬টি সোনা। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া (৮০) ও ভিয়েতনাম (৭২)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ত্রাসীদের গুলিতে বান্ধবী-সহ ঝাঁঁঝরা ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়

ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

ফুটবল বিশ্বকাপজয়ী দল প্রাইজ মানি পাবে ৪৫১ কোটি, বাকি দলগুলির ভাগ্যে কত?

ক্যাবের ভিতর অচেতন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ চালকের বিরুদ্ধে, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার

চার পেনাল্টি রুখে দিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন গোলরক্ষক সাফোনভ

হবু বরের সঙ্গে ভেঙেছে সম্পর্ক,‌ অভিমানে AI সঙ্গীকে বিয়ে জাপানি তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ