এই মুহূর্তে




ট্রাম্পের কোপে কানাডা! এশিয়া সফরের আগে ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বার ক্ষমতায় এসে এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক দেশের নেতাদের সঙ্গে আলোচনা করতে এশিয়া সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফর শুরু করার আগে আরো এক পড়শি দেশকে ধাক্কা দিলেন তিনি। এবার ট্রাম্পের কোপে কানাডা। এক ধাক্কায় তাদের অর্পিত শুল্কের পরিমাণ ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন তিনি।শুল্কের পরিমাণ বৃদ্ধির কারণ হিসেবে তিনি জানিয়েছেন, একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালানো হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সময় রবিবার সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার এশিয়ায় দীর্ঘ সফর রয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় এশীয় প্যাসিফিক ইকোনমিক-অপারেশন শীর্ষক আলোচনা চক্রে অংশ নেবেন তিনি। সেখানেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে বৈঠক হতে পারে তাঁর। এদিন এশিয়া সফরে রওনা হওয়ার আগে কানাডার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেছেন, বিজ্ঞাপনের মাধ্যমে ভুয়ো প্রচার করা হচ্ছে। বিষয়টি জেনেও বিজ্ঞাপনটি তুলে নিতে কোনওরকম পদক্ষেপ নেয়নি কানাডা সরকার। ওই বিজ্ঞাপনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রক্ষণশীল নেতা রোনাল্ড রিগানের একটি পুরনো ভাষণের অংশ ব্যবহার করা হয়েছে। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রাক্তন প্রেসিডেন্টের ভাষণ ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। বিজ্ঞাপনটি তৈরীর সময়ে অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ।

ট্রাম্প জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্টের শুল্ক সংক্রান্ত বক্তব্য নিয়েই বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। সেটা করতে গিয়েই ধরা পড়েছে। সেটিকে বিকৃত করার অভিযোগ উঠেছে। আমেরিকার সুপ্রিম কোর্ট রক্ষা করবে বলে মনে করেছিল কানাডা সরকার। কিন্তু কানাডার উচ্চ শুল্কের মোকাবিলা আমেরিকা করতে পারে। সূত্রের খবর, আমেরিকা ও কানাডার মধ্যে ৮৫% বাণিজ্যিক লেনদেন বিনাশুলকে হয়ে থাকে। বাকি পণ্যের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক রোধ করেছিলেন ট্রাম্প। সেটি এবার আরও দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

‘কালমায়েগি’ তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওং’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ