-273ºc,
Friday, 2nd June, 2023 4:29 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাংবাদিক ও হিন্দু নির্যাতনের অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশজুড়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের গ্রেফতার, হয়রানি ও ভীতি প্রদর্শন এবং অনলাইনে সমালোচকদের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে এর প্রয়োগ স্থগিত এবং এই আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’
জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতি নিয়ে অবশ্য সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম আগেই হুঙ্কার ছুঁড়েছিলেন, ‘দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শাসকদল আওয়ামী লীগের শীর্ষ নেতা বিশেষ করে হাছান মাহমুদ (যিনি তথ্য মন্ত্রীও বটে) অবশ্য সাংবাদিক নিপীড়নের মূল হাতিয়ার হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন বজায় রাখার পক্ষে সওয়াল করে চলেছেন।
এদিন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৮ সালের ১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে জঘন্য আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতাকে ধূলিস্যাৎ করা হচ্ছে।‘ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইনের অপপ্রয়োগ বন্ধে যে সুরক্ষা কবচ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা না করায় ক্ষোভ উগরে দিয়েছেন টুর্ক।