এই মুহূর্তে




দক্ষিণ কোরিয়ায় প্রথম অফিসিয়াল শপিং চ্যানেল চালু করছে ইউটিউব

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় প্রথম অফিসিয়াল শপিং চ্যানেল চালু করতে চলেছে ইউটিউব (YouTube )। আগামী ৩০ জুন সামাজিক মাধ্যমটি এই নতুন যাত্রা শুরু করবে বলে সংবাদ সংস্থা ইয়োনহাপ (Yonhap) বুধবার জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় চুটিয়ে লাইভ-স্ট্রিমিং বাণিজ্য সংক্রান্ত ব্যবসা করছে টেক জায়ান্ট নাভের (Naver)। সেই আবহে দক্ষিণ কোরিয়ায় অফিসিয়াল শপিং চ্যানেল খুলতে চলেছে ইউটিউব। জানা গিয়েছে, নতুন এই চ্যানেলটি ৯০ দিনের প্রকল্প হিসাবে শুরু হবে। এটি কোরিয়ান ভাষায় কাজ করবে। প্রথম থেকেই চ্যানেলটি বিভিন্ন সংস্থাকে একটি লাইভ-কমার্স প্ল্যাটফর্ম দেবে। প্রায় ৩০টি ব্র্যান্ডের পণ্য সামগ্রী লাইভস্ট্রিম করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। প্রসঙ্গত ইউটিউবের এই চ্যানেলটি বিশ্বের সর্বপ্রথম অফিসিয়াল শপিং চ্যানেল। ইয়োনহাপকে ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমরা সময়ে সময়ে বিভিন্ন ইউটিউব (YouTube) শপিং ফিচার নিয়ে পরীক্ষা করতে পারি।’

গুগল (Google)-এর চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার (Philipp Schindler) গত ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, ‘মানুষের জন্য ক্রিয়েটর, ব্র্যান্ড থেকে কেনাকাটা সহজ করার জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে।’ বুধবার সকালে নাভেরের শেয়ারদর কমেছে ৪ শতাংশ, যেখানে খুচরো বিক্রেতা লোটে শপিং এর শেয়ার কমেছে ৩.৩ শতাংশ। প্রসঙ্গত দক্ষিণ কোরিয়ার লাইভ কমার্স মার্কেট ২০২১ সালে ২.৮ ট্রিলিয়ন ওয়ান থেকে এই বছর ১০ ট্রিলিয়ন ওয়ান হবে বলে অনুমান করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি ও সুযোগ সুবিধা কাড়লেন চার্লস

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ