এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: পেয়েন্ট পেয়েছেন কোটি কোটি, অথচ পারফরম্যান্সের বেলায় লবডঙ্কা

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের আইপিএল এখন মধ্যগগণে অবস্থান করছে। শুরু থেকে এখনও অবধি যদি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ব্যর্থর তালিকা দেখা হয় তাহলে সেই তালিকায় অবশ্যই থাকবে লকনউ দলের অধিনায়ক কেএল রাহুল, মুম্বই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ইষাণ কিষানের। অথচ এই তিন ক্রিকেটারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা দলে নেওয়ার পিছনে ব্যয় করেছেন কোটি কোটি টাকা। কেএল রাহুলকে ১৭ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে লকনউ সুপার জায়ান্টস। রোহিতকে ১৬ কোটি টাকা দিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। ইষাণ পেয়েছেন ১৫.২৫ কোটি টাকা। এখনও অবধি যদি এই তিনজনের পারফরম্যান্সের দিকে চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে ভাড়ার শূণ্য।

রোহিত শর্মা: এখনও অবধি মুম্বই দল  মোট ম্যাচ খেলেছে ৪টি। তার মধ্যে ২টিতে তারা জয় পেয়েছে এবং দুটিতে তারা হেরেছে। এই ৪টি ম্যাচে রোহিত শর্মার মোট রান করেছেন ১২১। একমাত্র হিটম্যান অর্ধ্বশতরান পূর্ণ করেছেন চলতি আইপিএল-এ সবচেয়ে দুর্বল দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আর ম্যাচগুলিতে তাঁর রান ২১, ২০ ও ১।

আরও জানতে পড়ুন: চেন্নাই ম্যাচেও জয় অব্যাহত রাখতে চান বিরাটরা

কে এল রাহুল: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভাবানদের তালিকায় তাঁর নামটি ছিল সবার আগে। তিনি হলেন কেএল রাহুল। গত বছর লকনউ দলের হয়ে নজরকাড়া এই ডানহাতি ব্যাটারকে চলতি আইপিএল-য়েও দলের দায়িত্বে রেখে দিয়েছিলেন লকনউ সুপার জায়ান্টস কর্তারা। কিন্তু তাঁদের সবাইকে প্রায় অবাক দিয়েছেন এই ব্যাটার। ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে তাঁর মধ্যে। এখনও অবধি পাঁচটি ম্যাচে তিনটিতে জিতে ২ নম্বরে থাকলে কেএল রাহুলের ব্যাট সেভাবে রান আসেনি। পাঁচটি ম্যাচে রাহুলের মোট রান হল ১৫৫। একমাত্র রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত রোবিবার রাহুল করেছিলেন ৭৪ রান। বাকি ম্যাচগুলিতে তাঁর ব্যাট থেকে রান এসেছে ৩৫, ২০, ১৮ ও ৮।

ইষাণ কিষাণ : ঝাড়খণ্ডের এই তরুণ বাঁ হাতি ব্যাটার পিঞ্চ হিটার হিসেবেই ভারতীয় ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। শুধু ব্যাটারই নন, উইকেটকিপার হিসেবেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল একটা সময়ে। কিন্তু চলতি আইপিএল-এ এখনও অবধি এই ভারতীয় ক্রিকেটার তাঁর ছন্দের ধারেকাছে নেই। এখনও অবধি মুম্বই চারটি ম্যাচ খেলে দুটিতে জয় পেলেও হারতে হয়েছে দুটি ম্যাচে। গত রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইষাণ করেন মূল্যবান ৫৮ রান। চারটি ম্যাচে তাঁর ব্যাট থেকে আসা মোট রান সংখ্যা ১৩১। নাইটদের বিরুদ্ধে ছাড়া বাকি ম্যাচগুলিতে এই বাঁ হাতি ব্যাটারের সংগ্রহ ৩২, ৩১ ও ১০। সুতরাং রোহিত, কেএল রাহুল ও ইষাণ কিষাণের এই ফর্ম নিয়ে স্বভাবতই চিন্তার ভাঁজ কপালে পড়েছে ফ্র্যাঞ্জাইজিগুলির পাশাপাশি তাঁদের ভক্তদেরও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অবসরের কথা শুনে কেঁদে ফেলেন স্ত্রী, মা, ভিডিও বার্তায় বললেন সুনীল

রোহিতদের হেড স্যারের পদে আবেদনে রাজি নন ভিভিএস লক্ষ্মণও

ভারতীয় ফুটবলে যুগের অবসান, ৬ জুন শেষ ম্যাচ খেলে অবসর সুনীল ছেত্রীর

ফের হারতে হল রাজস্থানকে, ৫ উইকেটে জিতল পঞ্জাব

রাজস্থানকে ১৪৪ রানে বেঁধে রাখলেন পঞ্জাবের বোলাররা

আইপিএল ছেড়ে চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরলেন রাবাদা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর