এই মুহূর্তে




IPL-2023: ম্যাচ ফিক্সিংয়ের অফার দেওয়া হয়েছিল বলে বিসিসিআই-এর দ্বারস্থ সিরাজ

নিজস্ব প্রতিনিধি : চলতি আইপিএল চলার মাঝেই তাঁকে ম্যাচ ফিক্সিং করার জন্য এক অপরিচিত ব্যক্তি টাকার প্রস্তাব দিয়েছিলেন। এমনই অভিযোগ জানিয়ে বিসিসিআই-এর অ্যান্টি কোরাপসন ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় মহম্মদ সিরাজ।

সিরাজ বর্তমানে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু দলের একজন সফল বোলার। এবং ম্যাচ চলাকালীন তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে দেখে তিনি পুরো ঘটনাটি ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি কোরাপসন বডির সদস্যদের জানান। এবং তিনি মনে করেন যে ব্যক্তি এই ধরনের কাজ করছে সে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত।

উল্লেখ্য, রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে চেন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই-এর কাছে মাত্র ৮ রানে ম্যাচটি হেরেছে। মূলত সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ওভারে বল হাতে আরসিবি দলকে হারাতে একাই বড় নিয়েছিলেন শ্রীলঙ্কার বোলার পার্থিরানা। তাঁর বোলিং-এর সামনেই শেষ পর্যন্ত ২২৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ২১৮ রানেই শেষ হয়ে যায় চেন্নাই।

সিরাজ আরও বলেন, যে ব্যক্তি তাঁকে এই ম্যাচ ফিক্সিংয়ের অফার দিয়েছিল সে হায়দরাবাদের একজন গাড়ির চালক। এবং সে নিয়িমত বেটিং চক্রের সঙ্গেও যুক্ত। ওই ব্যক্তি একটা বিরাট অঙ্কের টাকা বাজি ধরেছিল, তাই সে সিরাজকে ম্যাচ ফিক্সংয়ের অনুরোধ করে। বিসিসিআই-এর তদন্তকারী অফিসাররা তদন্ত করে এমনই তথ্য জানতে পেরেছেন।

এই বিষয়ে সিরাজ যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দিতে অনুরোধ করেছেন। এবং তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম এখনই প্রকাশ্যে আনতে চানন না তদন্তকারী অফিসাররা। গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

গোটা ঘটনাটি জানার পরই বিসিসিআই অ্যান্টি কোরাপসন কমিটির সদস্যদের কাছে জানায়। যে কমিটিতে রয়েছেন জাভাগল শ্রীনাথ, অঙ্কিত চেভান, অজিত চান্দিলা চেন্নাই সুপার কিংসের দলের প্রিন্সিপাল গুরুনাথ মানিওয়াপ্পান।

আরও জানতে পড়ুন : ঘরের মাঠেও লকনউকেও হারাতে মরিয়া রাজস্থান

এরপরই দুটি দলকে একই হোটেলে রাখার পাশাপিশ সেই হোটেলেই রাখা হয়েছে অ্যান্ট কোরাপসন বডির অফিসিয়ালদেরও। তাঁরাই দুটি দলের সমস্ত সদস্যদের আচরণবিধির দিকে নজর দেওয়ার পাশাপাশি নজর দেওয়া হয়েছে মাঠ মনিটারিংয়ের ক্ষেত্রেও।

প্রসঙ্গত, ম্যাচ ফিক্সিংয়ের কাণ্ডে যাতে কোনও দলের খেলোয়াড়রা না জড়িয়ে পড়েন তার জন্য বিসিসিআইয়ের কর্মশালারও আয়োজন করা হয়েছিল। এবং প্রতিটি খেলোয়াড়ের উপস্থিতি সেখানে ছিল বাধ্যতামূলক।

উল্লেখ্য বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সিংয়ের অনুরোধ করা হয়েছিল, কিন্তু শাকিব সেই তথ্য গোপন করে গিয়েছিলেন। তারফলেই ২০২১ সালে তাঁকে সাসপেন্ড করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলে গেলেন কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড, বয়স হয়েছিল ৯২ বছর

বেটিং অ্যাপ মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের

ব্যালন ডি’অর জয় উসমান দেম্বেলের

বিসিবি প্রেসিডেন্ট পদে তামিমকে রুখতে আসরে মোল্লা ইউনূসের ক্রীড়া উপদেষ্টা

ফের বাজিমাত লাল-হলুদ ব্রিগেডের, কলকাতা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন না বাভুমা, তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ