এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: মার্করাম ও রোহিত দুই অধিনায়কই চাইছেন জয় ধরে রাখতে

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এ মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দিকে দুটো দলই একের পর এক ম্যাচে পরাজয় মানলেও, আচমকাই কিন্তু টার্নওভার করে জয়ের স্মরণীতে ফিরে এসেছে। জয়ের মুখ দেখলেও লিগ টেবিলে দুই দলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এখনও অবধি। কেননা, মুম্বই ৮ নম্বর স্থানে। আর হায়দরাবাদের অবস্থান ৯ নম্বরে। কাজেই মঙ্গলবার দুই দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

শক্তির বিচারে চলতি আইপিএল-এ অন্যান্য দলগুলির থেকে সব বিভাগেই বেশ খানিকটা পিছিয়ে থাকার দরুণ দুটি দলের এই হাল বলে মনে করছেন কিছু ক্রিকেট বিশেষজ্ঞ।

রোহিত ব্রিগেডের মুখোমুখি হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদ নাইটদের বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে। সেই ম্যাচেই প্রথম শতরানটি করে নজির গড়েছিলেন ব্রোক। কাজেই রোহিতরা যে তাঁর দিকে একটু বেশিই নজর দেবেন এটা ভাবাই স্বাভাবিক। এছাড়া মার্করামের দিকে তো নজর রাখতেই হবে। আইপিএল-এ এখন অবধি হায়দরাবাদের যে কয়জন ব্যাটার নিজের জাত চিনিয়েছেন তাঁদের মধ্যে তিনি একজন। মার্করাম ছাড়া নজর রাখতে হবে রাহুল ত্রিপাঠির দিকেও। কেননা হায়দরবাদ মূলত এই তিন ব্যাটসম্যানের ওপরই বেশি নির্ভরশীল। আইপিএল মধ্য গগণে চলে এলেও বাকিরা সেইভাবে এখনও নজর কাড়তে পারেননি।

বোলিং বিভাগে ওয়াশিংটন সুন্দর, ভুবনেশম্বর কুমার, উমরান মালিকরা থাকলেও সেইভাবে এখনও লাইম লাইটে আসতে পারেননি। তার চেয়ে বরং মায়াঙ্ক মার্কান্ডে কিছুটা হলে সফল হয়েছেন। সুতরাং মঙ্গলবার ম্যাচে রোহিতদের বিরুদ্ধে অবশ্যই বল হাতে জ্বলে উঠতে তিন ভারতীয় বোলারকেও। কেননা দলে হিটম্যান যতই অফ ফর্মে থাকুক না আগের ম্যাচগুলিতে। কখন যে সে জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ হয়ে ওঠবেন তা অনেকেরই অজানা।

অন্য দিকে মুম্বই দলটা কিন্তু আগের ম্যাচে নাইটদের হারিয়ে কিছুটা মনোবল বাড়িয়ে নিয়েছে। দলনেতা রোহিত একের পর এক ম্যাচে ব্যর্থ। নীতিশ রানাদের বিরুদ্ধে ইষাণ অর্ধ্বশতরান করেছেন। রান পেয়েছেন আর এক ব্যর্থ ব্যাটার সূর্যকুমার যাদবও। ছন্দে থাকা তিলক ভার্মা আগের সেইভাবে নজর কাড়তে না পারলেও, নাইটদের আগের ম্যাচগুলিতে সেই কিন্তু মুম্বই দলের ব্যাট হাতে অন্যতম সফল ব্যাটার। কাজেই দাঁড়িপাল্লায় যদি বর্তমানে দুই দলের ব্যাটিং-এর ভারসাম্য ওজন করা হয় তাহলে দুই দলই পাবে সমান নম্বর।

বোলিং-এর দিকে গত ম্যাচে অভিষেক হয়েছে শচীন অর্জুন তেন্ডুলকর একটি উইকেট পেলেও রান দিয়েছেন অনেক বেশি। সুতরাং মঙ্গলবার সে মাঠে থাকবে কি না সেটা কিন্তু এখনও চূড়ান্ত নয়। বাকিদের মধ্যে সোকেন, পীযূশ চাওলারা রয়েছেন। পীযূশ সেইভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। সোকেন কিছুটা হলেও সফল।

সুতরাং ব্যাটি-এ দুই দলের ভারসাম্য সমান বোলিং-এর দিকটাতে হায়দরাবাদ টেক্কা দিয়েছে মুম্বইকে। মঙ্গলবার ম্যাচে কে কাকে টেক্কা দেয় তা অবশ্য সময় হলেই বোঝা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ম্যানচেস্টার সিটির ফোডেন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

টি ২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা, জানাল আইসিসি

বুমরাকে পিছনে ফেলে বেগুনি টুপির মালিক নটরাজন

মুম্বইকে হারিয়ে প্রথম চারে থাকা পাকা করতে চায় কেকেআর

ইউরোপা লিগে রোমাকে হারিয়ে ফাইনালের পথে এক পা লেভারকুসেনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর