এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অশোকের দেহ চেয়ে নয়া মামলা দায়ের হাইকোর্টে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার(Kolkata) আমহার্স্ট স্ট্রিট থানায়(Amherst Street PS) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে আবারও মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। এ বার আবেদনকারী পক্ষের অভিযোগ, মৃত অশোককুমার সিংহের(Ashok Kumar Singha) দেহ দিচ্ছে না পুলিশ। আদালতের নির্দেশে মরদেহ এখন SSKM Hospital-এ রয়েছে। সেই দেহ মৃতের পরিবারকে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন অশোকের পরিবারের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের কাছে শনিবার এ সংক্রান্ত আবেদন জানান প্রিয়ঙ্কা। তাঁর বক্তব্য, যে হেতু দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজনীয়তা নেই, তাই পরিবার চাইছে দেহ নিয়ে নিতে। কিন্তু পুলিশ দিতে রাজি নয়। তারা বলছে কোর্টের নির্দেশ ছাড়া মরদেহ দেওয়া যাবে না।

আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্যজনক ভাবে মৃত অশোকের দেহ কলকাতা পুলিশের মর্গ থেকে SSKM Hospital-এ নিয়ে যাওয়ার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি, আমহার্স্ট স্ট্রিট থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগেই দেহ ফেরতের আবেদন জানানো হল মৃতের পরিবারের তরফে। শনিবারই এ বিষয়ে শুনানি হবে হাইকোর্টে। মৃতের পরিবারের তরফে আইনজীবী অমৃতা পাণ্ডে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানালেও শক্রবার তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

অমৃতা রেলের হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্ত আবেদন জানানোর পরে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, ‘দ্বিতীয় বা তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ তখনই দেওয়া হয়, যখন দেখা যায় যে দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এখানে ময়নাতদন্তের রিপোর্টে তেমন উল্লেখ করা হয়নি। ব্রেন হেমারেজের কারণেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এখনও পর্যন্ত পুলিশ কোনও অবৈধ পদক্ষেপ করেছে বলে আমরা মনে করছি না।’  

এদিকে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল গতকালই অশোকের দেহ থেকে ভিসেরা সংগ্রহ করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনাও। হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য মৃতের লিভার, দুই কিডনি, ব্রেন টিস্যু-সহ শরীরের আরও বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পুরনো কোনও রোগব্যাধি ছিল কি না তাও জানার জন্য নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। থানার ক্লোজ সার্কিট ক্যামেরায় বন্দি ফুটেজ আগেই সংগ্রহ করেছে লালবাজার। এবার তারা কম্পিউটারের হার্ডডিস্ক খতিয়ে দেখতে চাইছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সকাল থেকেই চড়ছে পারদ! আট জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

এপ্রিলের কাজের জন্য বেতন পেলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর