এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বঙ্গ বিজেপির ‘রিসর্ট রাজনীতি’কে টুইটে কটাক্ষ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনকে(Presidential Election) ঘিরে সোমবার সকাল থেকেই ধীর লয়ে শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে পারা চড়ার পালা। এবারে নির্বাচন কমিশন প্রথমেই স্পষ্ট করে দিয়েছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে কোনও রাজনৈতিক দলই তাঁদের সাংসদ ও বিধায়কদের ওপর কোনও হুইপ জারি করতে পারবে না। আর তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) ৬৯জন বিধায়ককে(MLA) কলকাতা লাগোয়া নিউটাউনে একটি ৫ তারা হোটেলে রবিবার থেকেই নিয়ে এসে রেখেছিল বিজেপি। এদিন সকালে সেখান থেকেই সবাইকে বাসে করে নিয়ে আসা হয় সেই হোটেল থেকে বিধানসভা ভবনে। আর এই ঘটনা নিয়েই এদিন বঙ্গ বিজেপিকে টুইট(Tweet) করে বিঁধেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

এদিন অভিষেক তাঁর টুইটে লিখেছেন, ‘যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল।’ কার্যত অভিষেক তাঁর টুইটে বুঝিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশ, গোয়া কিংবা মহারাষ্ট্রে যেভাবে বিজেপি অন্যদলের বিধায়কদের ভাঙিয়ে তাঁদের হোটেল ও রিসর্ট বন্দি করে রাখত ক্ষমতা দখলের জন্য এবার সেটাই কার্যত ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে বঙ্গ বিজেপির শিবিরে। পাছে দলের কোনও বিধায়ক বিরোধী শিবিরের প্রার্থী যশোবন্ত সিনহাকে ভোট না দিয়ে বসেন সেই জন্য তাঁদের ২৪ ঘন্টা আগে থেকেই রিসর্ট বন্দি করেছে বিজেপি। যদিও তাতে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা কমে তো নিই, বরঞ্চ তা আরও বেড়ে গিয়েছে।

যদিও বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাসকদলের প্রার্থী দ্রৌপদী মুর্মু ৭০ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন রাষ্ট্রপতি নির্বাচন। পাশাপাশি বিজেপি বিধায়কেরা কেউ কেউ এদিন দাবি করেছেন বাংলা থেকে অনেক বেশি ভোট পাবেন দ্রৌপদী মুর্মু। তৃণমূলের অনেক সাংসদ বিধায়ক নাকি বিবাকের ডাকে দ্রৌপদীকে ভোট দেবেন বলে দাবি করেছেন তাঁরা। যদিও কোন প্রার্থী জিতলেন, কত ভোটে জিতলেন, ক্রশ ভোটিং হল কী হল না সে সব জানা যাবে আগামী ২১ জুলাই। এদিন নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে আসা হয় বিধানসভা ভবনে। দেখা যায় বিধানসভা ভবনের মূল গেটের বাইরে  বিজেপি বিধায়কেরা লাইন দিয়ে ভিতরে ঢুকে ভোট দেওয়ার জন্য লাইন দিয়েছেন। বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলায় হলুদ রঙের উত্তরীয়। সেই উত্তরীয় নাকি আদিবাসী সংস্কৃতির প্রতীক। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া দ্রৌপদী জনজাতির প্রতিনিধি, তাই তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতে আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছেন বিজেপির বিধায়কেরা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর