এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভরবে না শাহি সভা, শেষে কিনা ট্রেন ভাড়া, হাসছেন পদ্মনেতারাই

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সভার অনুমতি দিয়ে দিয়েছে। এদিন নতুন করে মামলা দায়ের হয়েছে ডিভিশন বেঞ্চে। তাই আগামী ২৯ নভেম্বর কলকাতার(Kolkata) ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতে বঙ্গ বিজেপি(Bengal BJP) যে সভা করার পরিকল্পনা নিয়েছে, সেই সভা ঘিরে অনিশ্চয়তার ঘেরাটোপ থেকেই যাচ্ছে। এই অবস্থায় সেই সভা ভরিয়ে তোলা নিয়েও বেশ চাপে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেননা বাংলাজুড়ে দলের পায়ের নীচ থেকে জমি সরে গিয়েছে। একের পর এক নির্বাচনে হারের জেরে আমজনতা(People of Bengal) তো মুখ ঘুরেই নিয়েছে, দলেরই নেতা থেকে কর্মী, সাংসদ থেকে বিধায়কেরা দল ছেড়ে চলেছেন। এই অবস্থায় ধর্মতলার শাহি সভাতে কর্মী-সমর্থকদের জড়ো করা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্র বলছে, সভা ভরাতে কর্মীদের আনার জন্য ৮টি ট্রেন ভাড়া(Train on Rent) করছে পদ্মশিবির।  

বাংলার জেলায় জেলায় পদ্মশিবিরে কোন্দল বেড়েই চলেছে। পুরনো ও বিক্ষুব্ধ কর্মীরা বসে গিয়েছেন। এমনিতেই বাংলায় দলের নিচু তলাযর সংগঠন দুর্বল। তারওপর পুরাতন কর্মীরা বসে যাওয়ায় শাহি সভার জন্য প্রচার করার লোকও মিলছে না। তাই শাহি সভায় লোক ভরাতে এখন মাথায় হাত পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের। শেষে ৬৪ লক্ষ টাকায় ৮টি ট্রেন ভাড়া করে জেলা থেকে কর্মী আনার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। এছাড়াও, বাস, লোকাল ট্রেন ও আনুষঙ্গিক আরও নানা খরচ নিয়ে প্রায় ৩ কোটি টাকা খরচ করার দিকে এগোচ্ছে পদ্মশিবির। কিন্তু সূত্রে জানা গিয়েছে, এই রাজকীয় খরচের বহর দেখে এখন বঙ্গ বিজেপির অনেক নেতাই হাসাহাসি শুরু করেছেন। কেননা গত বছরই রাজারহাটে প্রায় ৩ কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ শিবির করেও নিট ফল শূন্য। তার পর কয়েক কোটি টাকা খরচ করে নবান্ন অভিযানও ‘ফ্লপ’। এবার সামান্য ধর্মতলার সভার জন্য আবার কয়েক কোটির খরচ। যা নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই।  

বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতাদের দাবি, ‘ট্রেন ভাড়া করার টাকা রাজ্য পার্টি দেবে। শুনেছি একটা ট্রেন ভাড়া ৭ থেকে ৮ লক্ষ টাকা। সেই হিসাবে ৮টি ট্রেন ভাড়া করতেই ৬৪ লক্ষ টাকা বেড়িয়ে যাচ্ছে। এটা ব্রিগেডের মতো বড় সমাবেশ হলে তবুও মানাতো। হচ্ছে তো ধর্মতলায় সভা। সেখানে লোক ভরাতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে লোক তো আনা হচ্ছেই, বিহার, উত্তরপ্রদেশ, অসম, ঝাড়খন্ড আর ওড়িশা থেকেও লোক আনা হচ্ছে। পাছে যদি বাংলার লোক দিয়ে সভা না ভরে তার জন্যই ভিন রাজ্য থেকে লোক নিয়ে আসা হচ্ছে।’ কার্যত বঙ্গ বিজেপির আদি শিবিরের প্রশ্ন, ধর্মতলা ভরাতেই হিমশিম অবস্থা দলের, লোকসভা ভোটে কী করবে? শহর ও শহরতলির জেলায় কর্মী-সমর্থক দিয়ে ধর্মতলা চত্বর ভর্তি হবে না। তাই দূর দূর থেকে লোক আনতে হচ্ছে ট্রেন ভাড়া করে। এই বিপুল পরিমাণ টাকা খরচ করার যুক্তি কী?’

এদিকে বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, যে ৮টি ট্রেন ভাড়া নেওয়া হচ্ছে তার মধ্যে উত্তরবঙ্গ থেকে ২টি ট্রেন আসবে। এই ২টি ট্রেন শিয়ালদহে এসে অপেক্ষা করবে। এখান থেকে আবার সভা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে ফিরবে উত্তরবঙ্গে। বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য, দক্ষিণবঙ্গে সংগঠনের এতটাই বেহাল অবস্থা যে উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে? উত্তরবঙ্গ থেকে খুব বেশি হলে হাজার ১৫ লোক আনার টার্গেট নেওয়া হয়েছে। যে উত্তরবঙ্গে শক্তিশালী সংগঠন বলে দাবি করেন বিজেপি নেতারা, সেখান থেকে লোক আনার টার্গেট মাত্র ১০ থেকে ১৫ হাজার কেন? এমনও প্রশ্ন দলের বিক্ষুব্ধ শিবিরের। বীরভূম থেকে ১টি ট্রেন, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলের জন্য ২টি ট্রেন, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরের জন্য ১টি ট্রেন, দুই মেদিনীপুরের জন্য ২টি ট্রেন বরাদ্দ হয়েছে। এছাড়াও, নদিয়া ও বনগাঁ থেকে ২টি লোকাল ট্রেন আসবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর