এই মুহূর্তে




রাতের মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, সর্তকতা জারি




নিজস্ব প্রতিনিধি: কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায় এই দুর্যোগ রাতের মধ্যে আসছে। কোথাও কোথাও ৬০থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এই কয়টি জেলার সাধারণ মানুষ জনকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড় শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর জানান। তিনি বলেন,দু – এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা,সাথে ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া সম্ভাবনা।১৬ মে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।১৭ ও ১৮ মে শনি ও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দিনের তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা পরিবর্তন নেই। পরবর্তী তিন দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমবে দু থেকে তিন ডিগ্রির মতো নিম্নমুখী হবে।

উত্তরবঙ্গে (North Bengal)উত্তরের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা। আগামী ৪/৫ দিনে এই সম্ভাবনা থাকছে। মালদা ,দুই দিনাজপুরে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে থাকবে ঝড়ো হাওয়া। ১৭ থেকে ১৯ মে ‘র মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বুধবার রাত থেকে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি হয়েছে। আলিপুরদুয়ারে একটানা বৃষ্টিতে নদীগুলি ফুঁসছে। সিকিমে রাতভর বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইয়েলো ম্যাজিক’-এ লুকিয়ে ফাঁদ? সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ