এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গরহাজির বিজেপি, কিন্তু নবান্নে হাজির শ্যামার হিন্দু মহাসভা

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কাউকে কিছু না জানিয়েই ২০জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’(Paschim Banda Dibas) হিসাবে ঘোষণা করে দিয়েছে। তা নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। এমনকি কলকাতার রাজভবন ও বাংলার বিরোধী দল বিজেপির তরফে তা পালও করা হয়েছে। অথচ সেই তারিখটির সঙ্গে বাংলার জন্ম বা গঠন হওয়ার ইতিহাস নিয়ে কোনও যোগসূত্র নেই। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রাজভবন ও বিজেপির ২০জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’(Paschim Banga Dibas) হিসাবে পালন করার তীব্র বিরোধিতা করা হবে এবং সর্বসন্মতিভাবে একটি দিন এই দিবস পালনের জন্য বেছে নেওয়া হবে। সেই সূত্রেই এদিনের বৈঠক ডাকা হয়েছিল নবান্নে(Nabanna)। দেখা গেল সেই বৈঠকে বিজেপি(BJP) গরহাজির থাকলেও তাতে যোগ দিল শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত অখিল ভারতীয় হিন্দু মহাসভা(Akhil Bharatiya Hindu Mahasabha)।

এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি বাইরে থাকায় আসতে পারেননি। ডাকা হয়েছিল বাম দলগুলিকে। তাঁদের মধ্যে একমাত্র SUCI ও CPI(ML) এদিনের সভায় যোগ দেয়। আমন্ত্রণ করা সত্ত্বেও সেখানে যোগ দেয়নি CPI, CPI(M) এবং কংগ্রেস। আসেনি বিজেপিও। তবে তাঁরা কেন সভায় যোগ দেবে না তা জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিরা, মহিলা এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনরা সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী এদিন সভায় জানিয়ে দেন, বিজেপি যে সভায় আসবে না সেটা তিনি জানতেন। এদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিনের বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে যে চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠান তাতে তিনি লিখেছেন, ‘আপনাদের যা বক্তব্য, তাতে স্পষ্ট ‘পশ্চিমবঙ্গ দিবস’ সম্পর্কে খোলা মন নিয়ে আপনি আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকেননি। আপনার পূর্বাগ্রহের নিহিত এবং পূর্বাশ্রিত কিছু পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সর্বদলীয় বৈঠকটি ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। এমতাবস্থায় আপনার আগেই নিয়ে ফেলা সিদ্ধান্তে সিলমোহর দিতে আমি বা আমার দলের কোনও প্রতিনিধি সর্বদলীয় বৈঠকে যেতে অপারগ। তাই বিজেপি এই বৈঠকে যোগ দেবে না। বিজেপি মনে করে বাঙালি হিন্দুর হোমল্যান্ড হল পশ্চিমবঙ্গ, যার প্রতিষ্ঠা হয়েছিল ২০ জুন ১৯৪৭।’

তবে লক্ষ্যণীয় ভাবে এদিন হিন্দু মহাসভা বিজেপির এই অবস্থানকে সমর্থন জানায়নি। তাঁদের অবস্থান, রাজ্যের সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যে দিনটি বাংলার গঠন দিবস হিসাবে আলোচনার মাধ্যমে উঠে আসবে সেটাকেই তাঁরা সমর্থন জানাবেন। সেটা রাখি পূর্ণিমাও হতে পারে, ১লা বৈশাখও হতে পারে। কিন্তু তাঁরা কখনই আর নতুন করে বাংলা ভাগের পক্ষে মত দেবেন না। আগামী দিনে যদি কেউ বাংলা ভাগে উদ্যোগী হয় তাহলে তাঁরা সর্বাগ্রে তার বিরোধিতা করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিলুপ্ত Typist পদের জায়গায় LDA পদ সৃষ্টির দাবি

ঘুরপথে হিন্দি চাপানোর প্রচেষ্টা UGC’র, সরব ব্রাত্য সহ রাজ্যের শিক্ষাবিদরা

জামিন পেয়েই জীবনের পা বিধানসভায়  

‘গদ্দার’ রথীনকে আবারও হারিয়ে প্রসূণকে দিল্লি যাত্রার ছাড়পত্র দিতে প্রস্তুত হাওড়া

‘সিবিআইয়ের কাছে যান’, সন্দেশখালি মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা বিজেপির

রেশনে ইলেকট্রনিক ওজনযন্ত্রের বাধ্যতামূলক ব্যবহার রুখতে হাইকোর্টে মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর