এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২০১৪ সালের টেটের ২৬৯জনের চাকরি কাড়ল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক(Primary School Teacher) পদের নিয়োগের ক্ষেত্রে আবারও দুর্নীতির ঘটনায় বড়সড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। ২০১৪ সালের টেট(TET) পরীক্ষায় ২০১৭ সালে যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশিত হয় তা এদিন বেআইনি বলে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ওই দ্বিতীয় নিয়োগের ক্ষেত্রে ২৬৯জনকে এদিন চাকরি থেকে বরখাস্ত করল হাইকোর্ট। সেই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে ওই গোটা ঘটনায় তদন্ত করবে সিবিআই(CBI)। এদিনই বিকাল সাড়ে ৫টার মধ্যে এফআইআর(FIR) করে সিবিআই এই তদন্ত শুরু করবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষায় যে সব পরীক্ষার্থীরা বসেছিল তাঁরা ২০১৭ সালে নিয়োগপত্র পায়। সেই সময় যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল তা নিয়েই ওঠে দুর্নীতির অভিযোগ। সেই সূত্রেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এদিন রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনের রায় প্রদান করার আগে তিনি একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তাকে জিজ্ঞাসা করেন কিছু পরীক্ষার্থীকে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। কেন তা দেওয়া হয়েছিল। তার উত্তরে পর্ষদ কর্তা জানান, ২০১৪ সালের টেট পরীক্ষায় একটি প্রশ্ন ভুল ছিল। যে সব পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দিয়েছিল তাঁদেরকেই ১ নম্বর করে অতিরিক্ত দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ সেই ১ নম্বর বাড়তি পাওয়ার জেরেই অনেকের চাকরি হয়ে যায় ২০১৭ সালে। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ এই ২৬৯জন পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ২০১৪ সালের টেটে বসেওনি। আবার কেউ কেউ সেই পরীক্ষায় ফেল করেও চাকরি পেয়ে গিয়েছে।

এরপরেই আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং এটাও জানিয়ে দেন এই ২৬৯জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। এদের সকলের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি এইসব শিক্ষক-শিক্ষিকা যাতে যে সব স্কুলে নিয়োগ হয়েছেন সেখানে যাতে আর ঢুকতে না পারেন তার নির্দেশও দেন। সেই সঙ্গে এই সব শিক্ষক-শিক্ষিকারা যাতে ভবিষ্যতে আর কোনও সরকারি চাকরিতে বসতেও না পারেন সেই নির্দেশও দিয়েছেন। একই সঙ্গে সাফ জানিয়েছেন এদিন বিকালে সাড়ে ৫টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব ও সভাপতিকে সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে হবে ও কেন্দ্রীয় তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর