এই মুহূর্তে




রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়




নিজস্ব প্রতিনিধি : প্রথমে বাম আমলে ছিলেন দাপুটে নেতা। মন্ত্রীত্বও সামলেছেন। পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষতার সঙ্গে সামলেছেন মন্ত্রীত্ব। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার ভাঙড়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা।

প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, সহকর্মী আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে তিনি শোকাহত ও মর্মাহত। রাজ্য মন্ত্রিসভায় তাঁর সহকর্মী ছিলেন। রেজ্জাক মোল্লাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করতেন। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে প্রাক্তনমন্ত্রীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই এক সময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অসুস্থতার কারণে বহু দিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে প্রথমবার বিধায়কের আসনে বসেছিলেন। প্রথমবার মন্ত্রীত্ব পান ১৯৮২ সালে। দীর্ঘদিন বামফ্রন্টের ভূমি সংস্কার দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে।প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দু’জনেরই মন্ত্রিসভায় থেকে রাজ্যবাসীর জন্য কাজ করে গিয়েছেন রেজ্জাক মোল্লা। ২০১১ সালে সিপিএমের টালমাটাল পরিস্থিতিতেও নিজের গড় নিজের দখলেই রেখেছিলেন তিনি।

রাজ্যের পালাবদলের পর ২০১৬ সালে দীর্ঘদিনের দল সিপিএম ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হয়ে দায়িত্ব সামলেছেন ২০২১ পর্যন্ত। তারপর রেজ্জাক মোল্লাকে আর তেমনভাবে সক্রিয় রাজনীতিতে দেখতে পাওয়া যায়নি। বার্ধক্যজনিত সমস্যায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানা গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল SSC ভবন, চাকরিচ্যুতদের মিছিল ঘিরে সতর্ক পুলিশ

বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে, প্রকাশ্যে তারিখ

পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ২

সপ্তাহের শুরুতেই দুঃসংবাদ, শহরে সরকারি বাসের গতির বলি বাইক আরোহী

বিক্ষিপ্ত বৃষ্টিতেই কী থাকতে হবে সন্তুষ্ট? কী বলছে হাওয়া অফিস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর