এই মুহূর্তে




‘ধর্মের নামে জালিয়াতি করবেন না’, বিজেপি বিধায়কদের তোপ মমতার




নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ফায়দার জন্য ধর্মকে না ব্যবহার করার জন্য বিজেপি বিধায়কদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার (১২ মার্চ) বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘কাক পেখম পরলেও ময়ুর হয়ে যায় না। আমি নিজেও হিন্দু। কিন্তু ধর্মকে নিয়ে কখনই রাজনীতি করিনি। আপনারা ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলছেন। আপনাদের শুধু বলব, ধর্মীয় কার্ড খেলবেন না। বাংলাকে অশান্ত করবেন না।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলায়, তাঁদের আমি লিডার মনে করি না।’

গত কয়েকদিন ধরেই বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়েছে বিধানসভা। কাগজ ছিড়ে বিধানসভার ভিতরে উড়িয়ে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন পদ্ম বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নজিরবিহীনভাবেই বচসায় জড়িয়েছেন বিজেপি বিধায়করা। গতকাল মঙ্গলবার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু বিধায়কদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করেন। হুঙ্কার ছেড়ে বলেন, ‘ওঁদের (তৃণমূল কংগ্রেস) তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।’ এদিন বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতার ওই হুমকির প্রসঙ্গ উত্থাপন করেন মন্ত্রী গোলাম রব্বানি। তাঁর বক্তব্যের সময়েই বিজেপি বিধায়করা হইচই শুরু করে দেন। পাল্টা শ্লোগান তোলেন।

এর পরেই উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি গতকালের বিবৃতি শুনেছি। চেয়ারটা সকলের। যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনব। আমার কথা ওরা শুনবে না, শ্লোগান তুলবেন, চিৎকার করবেন, এটা গণতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সন্মান করি। বিরোধীদের কাছে আবেদন আমাকে আমার কথা বলতে দিন।’ বিজেপি বিধায়কদের নিশানা করে মমতা বলেন, ‘ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। সংখ্যালঘু ভাই-বোনরা নিশ্চিন্তে থাকুন। মাইনরিটি-মেজরিটি মিলিয়ে একসঙ্গে থাকুন। এটাই আমাদের সংস্কৃতি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তর কলকাতার স্কুলে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ! অভিভাবকদের বিক্ষোভ

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

নিয়োগ মামলায় জামিন শান্তনুর, মুক্তির কথা শুনে জেলের ভিতরেই ঝরঝর করে কেঁদে ফেললেন

মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রীকে, আবেগে ভাসলেন মমতা

আদালতের বাইরে ১৯ কোটি টাকা চেয়েছিল দুই ব্যক্তি, ইডির সামনে বিস্ফোরক কুন্তল  

হলফনামায় সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি লুকোনোর অভিযোগ অগ্নিমিত্রার বিরুদ্ধে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর