এই মুহূর্তে




উল্টোরথ-মহরম ঘিরে সাম্প্রদায়িক অশান্তি রুখতে বিশেষ নির্দেশ মমতার




নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার (৫ জুলাই) উল্টোরথ। তার ঠিক পরের দিনই অর্থা‍ৎ শনিবার মুসলিমদের পার্বন মহরম! তিন দিন বাদে শুরু হবে আবার হিন্দুদের শ্রাবণী মেলা। ওই তিন ধর্মীয় উ‍ৎসব ঘিরে যাতে কোনও সাম্প্রদায়িক অশান্তি না বাঁধে তার জন্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্টোরথ-মহরম ও শ্রাবণী মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতেই বুধবার (২ জুলাই) নবান্নে রাজ্যের একাধিক মন্ত্রী সহ শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। সূত্রের খবর, উল্টোরথের দিন দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উ‍ৎসব যাতে নির্বিঘ্নে আয়োজিত হয় তা নিশ্চিত করতে পাঁচ মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার দিন প্রচুর ভিড় হয়েছিল দিঘায়। উল্টোরথেও তেমন ভিড় হতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। ভিড়ের কারণে যাতে পদপিষ্টের মতো ঘটনা না ঘটে সে দিকে বিশেষ নজর রাখতে বলেছেন। সেই সঙ্গে ভিন জেলা ও ভিন রাজ্য থেকে যে সব ভক্তরা উল্টোরথের দিন দিঘায় থাকবেন, তাদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় সহায়তা শিবির খোলারও নির্দেশ দিয়েছেন। রথের দিন মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় হাজির ছিলেন। তবে উল্টোরথে তিনি কলকাতায় থাকছেন। ইসকনের তরফে উল্টোরথের দিন ব্রিগেডে যে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তাতে হাজির থাকবেন।

সূত্রের খবর, উল্টোরথের পরের দিন যেহেতু মুসলিমদের পার্বন মহরম রয়েছে, তাই এবার দুদিনে বাড়তি নিরাপত্তার বন্দোবস্থ করতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও কোনও কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটতে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে পারে বলেও পুলিশ ও প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন তিনি। কেউ কোথাও সাম্প্রদায়িক অশান্তি পাকানোর চেষ্টা করলে কিংবা অশান্তিতে ইন্ধন দিলে কঠোর হাতে তা দমন করারও নির্দেশ দিয়েছেন তিনি। সংবেদনশীল ও স্পর্শকাতর এলাকাগুলোতে কেউ সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর চেষ্টা চালাচ্ছেন কিনা, তা জানতে গোয়েন্দাদেরও কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। প্রচুর ভক্ত দল ঢালতে তারকেশ্বর যাবেন। তাদের যাত্রা পথে যাতে কোনও অসুবিধা না হয় তাও নিশ্চিত করতে বলেছেন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, রয়েছে নকল নোটও, গ্রেফতার ২

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ