এই মুহূর্তে




মঙ্গলে বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee)। দলের তরফে কারা এই বিষয়টির ওপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করবেন সে ব্যাপারে বক্তাদের তালিকা নাকি ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কোনও বক্তব্য কোনও বক্তা যাতে পেশ না করে যাকে ঘিরে বিতর্ক দেখা দিতে পারে তার জন্য সতর্ক মুখ্যমন্ত্রী। তাই বিষয়টি নিয়ে বক্তাদের তালিকা চূড়ান্ত হয়েছে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের ওই বক্তার তালিকায় রাখা হয়েছে। এই বিষয়ে বক্তব্য রাখার জন্য সবথেকে বেশি সময় বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।

তিনি ছাড়াও এ বিষয়ের উপরে বিধানসভায় বক্তব্য পেশ করবেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বনমন্ত্রী বীর বাহা হাঁসদা। থাকছেন মতুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি মধুপর্ণা ঠাকুর। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন থাকবেন বক্তা হিসেবে শাসক দলের তরফের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে। বিধানসভার অধিবেশনে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন অপারেশন সিঁদুরের ঘটনায় তাই দলের কেউ যাতে কোনও বিতর্কিত মন্তব্য না করেন তার জন্য সাবধানতা অবলম্বন করছে তৃণমূল পরিষদীয় দল। কারণ,ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নিয়ে মন্ত্রী উদয়ন গুহ এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী প্রধানমন্ত্রীর নাম না করে সমালোচনা করেছিলেন। অসন্তোষ জানানোর পাশাপাশি সামরিক পদক্ষেপের নামকরণ নিয়েও রাজনীতিকরণের অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অপরদিকে বিজেপি তরফ থেকেও বক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) জানিয়েছেন তারা এই আলোচনায় অবশ্যই অংশগ্রহণ করবেন। তবে কারা বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখবে তা নিয়ে তারাও তালিকা তৈরি করবেন। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ের উপরে বক্তৃতা দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে বিধানসভায় বিজেপি পরিষদীয় সদস্যরা বৈঠকে বসবেন। সেই বৈঠকে বক্তাদের এই নামের তালিকা তারা চূড়ান্ত করবেন। মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব আনতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandapadhay)। এই আলোচনার জন্য দু’ঘণ্টা বরাদ্দ হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙার ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ে মানুষকে ধন্যবাদ মমতার

SSC-র নয়া বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা হাইকোর্টে, কবে শুনানি?

বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে

সৌজন্য, বিধানসভার লবিতেই অসুস্থ তৃণমূল বিধায়ক, ছুটে গেলেন নওশাদ

আগামী ৫দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ