এই মুহূর্তে




মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর




নিজস্ব প্রতিনিধি, দিঘা : দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের সব বাড়িতে পৌঁছে যাবে দিঘার জগন্নাথদেবের প্রসাদ। মন্দির উদ্বোধনের দিনেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। দিঘা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হল প্রায় ৩০০ কেজি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর কলকাতা থেকে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাজভোগের পর এই খোয়া ক্ষীর অর্পণ করা হয়েছে জগন্নাথদেবকে। সেই ক্ষীর রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে। সেখানেই এই প্রসাদি ক্ষীর থেকে তৈরি করা হবে প্যাড়া ও গজা। সেই কাজ সম্পন্ন হলে দুয়ারে রেশনের মাধ্যেমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথদেবের প্রসাদ। প্রসাদ বিতরণের প্রস্তুতি এখন তুঙ্গে।

জানা গিয়েছে, কলকাতা থেকে সড়ক পথে নিয়ে আনা হয়েছে ৩০০ কেজি খোয়া ক্ষীর। মন্দিরের দায়িত্বে থাকা ইসকনের প্রতিনিধিরা কীর্তনের মাধ্যমে এই খোয়া ক্ষীর নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন। সেখানেও চলে নাম গান। পুজো ও আরতির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চরণে এই খোয়া ক্ষীর নিবেদন করা হয়েছে। সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই ক্ষঈর অর্পণ করা হয়েছে। কোনও রকম স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেদিকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ওপর। আগামী ১৭ জুন থেকে প্রসাদ বিতরণের কর্মকান্ড শুরু হয়ে যাবে। তার আগে জগন্নাথদেবের পায়ে ছুঁইয়ে প্রসাদি ক্ষীর পৌঁছে যাবে জেলায় জেলায়। দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ। বাক্সের মধ্যে থাকবে একটি প্যাড়া, একটি গজা ও দিঘার জগন্নাথ দেবের ছবি।

দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য তথা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, জগন্নাথের প্রসাদ পেতে দূর থেকে মানুষজন আসছেন। মুখ্যমন্ত্রী যেভাবে বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আধ্যাত্মিকতার এক ভাল দিক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হেস্টিংস এলাকায় ১২ বছর আগে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডর সাজা খারিজ হাইকোর্টে

উচ্চশিক্ষার জন্য তেহরানে গিয়ে আটকে বসিরহাটের যুবক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপিকে খোঁচা মমতার

বালিতে ড্রেন আটকে বিশালাকার নির্মাণ, মুখমন্ত্রীর দফতরে জানাতেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

দক্ষিণবঙ্গের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ