এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মণ্ডপসজ্জায় ‘জুতো’ বিতর্ক, আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করার অভিযোগে বহুবার বিদ্ধ হয়েছে বিজেপির আইটি সেল। দমদম পার্ক ভারতচক্রের পুজোমণ্ডপে ‘জুতোর’ ব্যবহার নিয়েও সোশ্যাল মিডিয়ায় হইচই বাঁধিয়ে ছিলেন স্বঘোষিত হিন্দুত্বের ধ্বব্জাধারীরা। অভিযোগ তোলা হয়, মূল মণ্ডপে নাকি জুতোর ব্যবহার করে দেবী দুর্গার অপমান করা হয়েছে। বিষয়টি গড়িয়েছিল থানা-পুলিশ থেকে আদালত পর্যন্ত। পুজো বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন হিন্দুত্বের ধ্বব্জাধারীরা।

কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দমদম পার্ক ভারতচক্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। সোশ্যাল মিডিয়ার ছবির ভিত্তিতে আদালত মামলায় হস্তক্ষেপ করতে পারে না। এর জন্য পুলিশি রিপোর্টের দরকার। তাই আগামী ২৫ তারিখের মধ্যে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপ নিয়ে পুলিশি রিপোর্ট জমা দিতে হবে। তার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

কৃষক আন্দোলনকেই এবার ভারতচক্রের পুজোর থিম করেছিলেন শিল্পী অনির্বাণ দাস। ‘ধান দেব না, মান দেব না’ নামাঙ্কিত থিম রূপায়ন করতে গিয়ে মণ্ডপের অনেক দূরে জুতো ব্যবহার করেছিলেন তিনি। তাতেই গায়ে ফোস্কা পড়েছিল হিন্দুত্বের ধ্বব্জাধারীদের। এদিন মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে জানতে চান, ‘থিমের নাম ‘ধান দেব না, মান দেব না’। এর সঙ্গে জুতোর কি সম্পর্ক?’ জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন, ‘জালিয়ানওয়ালাবাগ থেকে শুরু করে যেখানেই গণআন্দোলনের উপরে আক্রমণ নেমে এসেছে, সেখানেই লড়াইয়ের পরে প্রচুর জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। লখিমপুরে যখন আন্দোলনরত কৃষকদের উপরে আক্রমণ হয়েছে, তখনও মৃত কৃষকদের পায়ের জুতো পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেই জুতোও প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়েছে।’ তিনি আদালতে জানান, ‘মণ্ডপের দুটি অংশ রয়েছে। মূল মণ্ডপে রয়েছে মাতৃপ্রতিমা। সেখান থেকে ১১ ফুট দূরে প্রতীকী হিসেবে জুতো ব্যবহার করা হয়েছে। থিমের ভাবনা থেকেই জুতো রাখা হয়েছে সেখানে। যেহেতু মূল মণ্ডপের সঙ্গে কোনও সংযোগ নেই ফলে ধর্মীয় বিশ্বাসে আঘাতের কোনও প্রশ্নই নেই। ‘

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর