এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ওজনযন্ত্রের সঙ্গে ই-পস মেশিন যুক্ত বাধ্যতামূলক, কড়া নির্দেশ খাদ্যদফতরের

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে একশ্রেনীর রেশন ডিলারদের(Ration Dealer) বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে রেশনের সামগ্রী প্রদানের সময় ওজনে কারচুপি করার। এই অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। বাম জমানা থেকেই এই ধরনের অভিযোগ ওঠার প্রবণতা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে দেখা গিয়েছে এই অভিযোগের সত্যতাও রয়েছে। সেই সব ঘটনার জেরে রাজ্যের খাদ্য দফতর(Food Department) দোষী ডিলারের বিরুদ্ধে পদক্ষেপও করেছে। তার জেরে এই ধরনের দুর্নীতি কিছুটা ঠেকানো গেলেও এখনও পুরোপুরি কমানো যায়নি। কিন্তু সেই ঘটনা ঠেকাতে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্যোগী হয়েছে রাজ্যের খাদ্য দফতর। এবার তাঁরা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, রেশন দোকানে(Ration Shop) থাকা বৈদ্যুতিন ওজনযন্ত্রের সঙ্গে ই-পস মেশিন(E-Pos Machine) যুক্ত করতেই হবে। বিশেষ ওই মেশিনে ওজন ছাড়া কোনও খাদ্যসামগ্রী ডিলাররা দিতে পারবেন না।

আরও পড়ুন সিউড়ির সার্কিট হাউসেই শাহি ভোজ সারবেন শাহ, খোঁচা তৃণমূলের

কেন এই নির্দেশ? খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওজনে কারচুপি করে রেশন গ্রাহকদের দিনের পর দিন ঠকিয়ে আসার অভিযোগ রয়েছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। এই জালিয়াতি থেকে রেশন গ্রাহকদের মুক্তি দিতে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করা হচ্ছিল। কেন্দ্রের তরফেও এই নিয়ে পদক্ষেপ করা হয়েছে। তার জেরে রাজ্যের খাদ্য দফতরের তরফে বাংলার সব রেশন ডিলারদের ই-পস যন্ত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের বলে দেওয়া হয়েছে যে, রেশন দোকানে ই-পস যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের খাদ্যসামগ্রী দিতে হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সব ডিলার এই নিয়ম যথাযথ ভাবে মানছেন না। ফলে কোন উপভোক্তা ঠিক কত পরিমাণ খাদ্যসামগ্রী পাচ্ছেন তার কোনও হিসাব রাজ্যের খাদ্য দফতরে এসে পৌঁছাছিল না। তাই এবার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল যাতে প্রত্যেক ডিলার তাঁদের দোকানে থাকা ওজন যন্ত্রের সঙ্গে ই-পস মেশিন যুক্ত করে নেন। এরফলে রেশন ডিলাররা উপভোক্তাদের কত পরিমাণ খাদ্যশস্য দিচ্ছেন, তা অনলাইনেই জানা যাবে। এই প্রযুক্তি চালুর জন্য আগামী মে মাস থেকেই জেলার সমস্ত ডিলারকে প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্যের খাদ্য দফতর।

আরও পড়ুন শাহের কাছে অভিযোগ জমা হবে শুভেন্দুর ‘স্বেচ্ছাচারিতা’ রুখতে

এই প্রসঙ্গে রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকদের দাবি, বর্তমানে রেশন দোকানে ই-পস যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এই যন্ত্রের মাধ্যমে আধার নম্বর যাচাই করা হয়। তবে কত পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে, তা যাচাইয়ের কোনও ব্যবস্থা ছিল না এতদিন। ফলে দফতর যতই নজরদারি চালাক, গ্রাহকদের ঠকিয়ে কম পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়ার সুযোগ রয়েছে রেশন ডিলারদের কাছে। সেই কারণেই নয়া এই প্রযুক্তির মাধ্যমে কারচুপি বন্ধ করতে তত্পর হয়েছে রাজ্যের খাদ্যদফতর। বৈদ্যুতিন ওজন যন্ত্রের সঙ্গে ই-পস যন্ত্র যুক্ত করে দেওয়া হলে রেশন গ্রাহক কত ওজনের খাদ্যশস্য পাচ্ছেন, তা অনলাইনে জানতে পারবে রাজ্যের খাদ্য দফতর। তাছাড়া গ্রাহককেও সেই রসিদ দেওয়া হবে। এর ফলে নির্দিষ্ট ওজনের থেকে এক গ্রামও কম পণ্য গ্রাহকদের দিতে পারবেন না ডিলাররা। আগে ডিলারদের ওপর গ্রাহকদের বিশ্বাস করতে হতো। তাঁরা যেভাবে খাদ্যসামগ্রী ওজন করে দিতেন, সেটাই সবাইকে মেনে চলতে হতো। কিন্তু এবার থেকে আর তা হবে না। এই ব্যবস্থা চালু হলে রাজ্যের রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে। বিশেষ ওই মেশিনে ওজন ছাড়া কোনও খাদ্যসামগ্রী ডিলাররা দিতে পারবেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর