এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিশ্বের সঙ্গে কলকাতায় পালিত হচ্ছে আর্থ আওয়ার, সামিল হতে পারেন আপনিও

নিজস্ব প্রতিনিধি: সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আর্থ আওয়ার। শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে এই কর্মসূচি পালিত হবে। তার আগে শনিবার সকালে কলকাতাতে এই আন্দোলনের সমর্থনে পালিত হল কর্মসূচি। এদিন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার(WWF), সুইচ অন ফাউন্ডেশন এবং শহরের বেশকিছু সাইকেল আরোহী সংগঠনের তরফে সাইকেল যাত্রার আয়োজন করা হয়। তাতে অংশ নেন বহু পরিবেশ-প্রেমী। নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়ে শহরের বেশকিছু অঞ্চল পরিক্রম করে। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘন্টা এই সাইকেল র‍্যালি চলে। র‍্যালিতে অংশ নেন BYCS কলকাতা, সাইকেল নেটওয়ার্ক গ্রো, সাইকোস, সাইক্লোলজি ইন্ডিয়া, কলকাতা সাইকেল সমাজ, এনটিএফএন, টুহুইলস সংগঠনগুলি। এদিন সাইকেল যাত্রা থেকে স্বাস্থ্যকর পরিবহণ পদ্ধতি নিয়ে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

শনিবার সাইকেল যাত্রায় উপস্থিত ছিলেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির(NKDA) চেয়ারম্যান দেবাশীষ সেন। এদিন তিনি বলেন, “আর্থ আওয়ার উদযাপনে এই সাইকেল  যাত্রা মানুষকে উৎসাহিত করবে। আমি সাইক্লিংয়ের একজন বড় সমর্থক এবং নিউটাউনে আমরা এটি প্রচার করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছি”।

WWF -এর পশ্চিমবঙ্গের পরিচালক ডাঃ শাস্বতী সেন বলেন, “এই বছর আমরা আর্থ আওয়ার উদযাপন করছি ২৬শে মার্চ, ২০২২, ভারতীয় সময় রাত ৮:৩০ এ। আমাদের পৃথিবী বর্তমানে যে গুরুতর সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে সেগুলির প্রতি মনোযোগী হয়ে ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যত গঠন (#ShapeOurFuture) করার ক্ষমতা রয়েছে৷” শক্তি সংরক্ষণ এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ২০২২-এর ২৬শে মার্চ রাত ৮:৩০ থেকে ৯:৩০-এর মধ্যে সমস্ত অপ্রয়োজনীয় আলো বন্ধ করে রাখার জন্য সবাইকে আবেদন করেন তিনি। পাশাপাশি এদিন আর্থ আওয়ার উপলক্ষে WWF ইন্ডিয়া একটি ভার্চুয়াল মিউজিক্যাল নাইটেরও আয়োজন করেছে। ২৬ মার্চ রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। এই অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী শান্তনু মৈত্র, শ্রুতি হাসান, দিয়া মির্জা, শুভা মুদগাল, মোহিত চৌহান, স্বানন্দ কিরিকে, পাপন এবং সিদ শ্রীরামের মতো শিল্পীরা।

শক্তি সংরক্ষণের(conserve power) জন্য এবং বিশ্বব্যাপী জলবায়ু সংকটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর এই কর্মসুচি পালন করা হয়। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের কথা মনে রাখে, জ্বালানি সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় আলো এবং ফ্রিজ, ফ্রিজার, হট ওয়াটার সিলিন্ডার, লাইট এবং ড্রায়ারের মতো যন্ত্রপাতিগুলি বন্ধ রাখার জন্য মানুষকে উৎসাহিত করা হয়। এই বছর স্থানীয় সময় অনুসারে ২৬ মার্চ, শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হবে। আর্থ আওয়ার আন্দোলনে অংশ নিতে এক ঘণ্টা আলো নিভিয়ে রাখতে অনুরোধ করা হয় সারা বিশ্বের মানুষকে।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে এই আন্দোলনের সূচনা করা হয়। এরপর প্রতি বছর এক ঘন্টা এই আর্থ আওয়ার পালিত হয়। বিশ্বের ১৫০ টির বেশি দেশে আর্থ আওয়ার কর্মসূচি পালন করা হয়। এই আন্দোলনে অংশ নিয়ে সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো স্থাপত্যগুলিও  এক ঘণ্টার জন্য তাদের আলোকসজ্জা নিভিয়ে রাখে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর