এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অবশেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই বোসের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত বছরের ৭ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন। সেই জন্য রাজ্য সরকার দুটি বিলও পাশ করে। এই দুই বিল হল – পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন সংশোধন বিল ২০২৩ এবং পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা সংশোধন বিল ২০২৩। প্রথম বিলটিতে বিধায়কদের বেতন এবং দ্বিতীয় বিলটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির(Salary Increment) কথা বলা হয়েছে। সেই বিলে এবার সই করলেন রাজ্যপাল(Governor) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। এর ফলে এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন অর্থাৎ শনি সকালে রাজভবন থেকে ট্যুইট করে এই কথা জানানো হয়।

গত ৭ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন। সঙ্গে এ-ও জানিয়েছিলেন, তিনি নিজের বেতন বৃদ্ধি করছেন না। মমতা বলেছিলেন, ‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’ নিজের বেতনের কথা বলতে গিয়ে মমতা বলেন, প্রাক্তন সাংসদ হিসাবে আমি পেনশন বাবদ এক লক্ষ টাকা পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।’ মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক এবার বিধায়কদের বেতন প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ হাজার ৯০০ টাকা। পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৫১ হাজার টাকা পাবেন।

তবে রাজ্য সরকারের তরফে রাজ্যের মন্ত্রীরা, পূর্ণমন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরা বেতন ছাড়াও পান ভাতা। দেখা যাচ্ছে আগেকার বেতন কাঠামো ও ভাতা কাঠামো অনুযায়ী রাজ্যের বিধায়কেরা এত দিন প্রতি মাসে প্রায় ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা। রাজ্যপালের সম্মতির পর এই হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এ বার কার্যকর হওয়ার পথে। মজার কথা সেই সন্মতি এল এমন দিনে যেদিন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর