এই মুহূর্তে




স্বাধীনতা আজ কিছু সাম্প্রদায়িক কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত, লিখলেন মমতা

Courtesy - Twitter




নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের দিনেই(Independence Day) বেশ বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন দুপুর ৩টে নাগাদ তিনি ট্যুইট(Tweet) করে নিশানা বানিয়েছেন রাজ্যের বিরোধী দলগুলিকে। নিজের ট্যুইটে তিনি প্রথমে দিয়েছেন দুই লাইনের একটি কবিতা। লিখেছেন, ‘হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান। তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান।’ আর তারপরেই ট্যুইটে নিশানা বানিয়েছেন বিরোধী শিবিরকে।

আরও পড়ুন, দশক পরে লালকেল্লার অনুষ্ঠানে দেশের বিরোধী দলনেতা, রাহুলের ঠাঁই হল পিছনের সারিতে

মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে এদিন লিখেছেন, ‘আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। এই পুণ্যভূমিকে চিরতরে স্বাধীন করতে যাঁরা নিঃস্বার্থ আত্মত্যাগ করেছেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে তাঁদের সকলকে বিনম্র চিত্তে প্রণাম জানাই। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে উষ্ণ অভিনন্দন জানাই। যে নীতি-আদর্শকে শিরোধার্য করে দেশের মানুষ, কাঙ্ক্ষিত স্বাধীনতাকে বুকে জড়িয়েছিল তা আজ কিছু সাম্প্রদায়িক এবং কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের উচ্চতায় অধিষ্ঠান করার কথা ছিল সেখানে স্বৈরাচারী শক্তির নাগপাশে আজ তা সমাধিস্থ। কিন্তু বীর মুক্তিযোদ্ধা বাঘাযতীন বলে গিয়েছেন, আমরা মরব, আমরা মরে দেশের লোককে জাগিয়ে দিয়ে যাব, আমরা সেই আদর্শকে পাথেয় করে দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আজীবন প্রতিজ্ঞাবদ্ধ।’

আরও পড়ুন, শান্তনু সেনকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দিল তৃণমূল

উল্লেখ্য, গতকাল বেহালায় তৃণমূলের(TMC) একটি অনুষ্ঠান থেকেই আর জি কর কাণ্ড(R G Kar Incident) নিয়ে আবারও মুখ খুলেছিলেন মমতা। আন্দোলনকারীদের দাবির সঙ্গে তিনি যে সহমত, সে কথা অবশ্য প্রথম থেকেই বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে হাতিয়ার করে পরিকল্পিত ভাবে রাজ্যে বিরোধীপক্ষ লঙ্কাকাণ্ড বাধাতে চাইছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ছকেই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে অশান্তি তৈরি করতে চাইছে বলে পর্যবেক্ষণ তৃণমূলনেত্রীর। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং অতি-বাম সংগঠনগুলি একত্রিত হয়ে এই পরিকল্পনা তৈরি করলেও বিরোধী শিবিরের এই ছকের সামনে তাঁর সরকার যে কোনও ভাবেই মাথা নত করবে না, বুধবার তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন, ‘একটি ইস্যু পেয়েছে, তাই ভাবছে, বানরের পিছনে আগুন লাগিয়ে দাও, লঙ্কাকাণ্ডর মতো করবে! যে ভাবে রামায়ণে করেছিল। এখানে লঙ্কাকাণ্ড করা অত সহজ নয়। ছাত্রছাত্রীরা চরিত্র হনন করছে না। রাজনৈতিক দলগুলো পরিকল্পিত ভাবে করছে। ওরা মমতাকে সরাতে চায়। রেল থেকে দু’বার সরে এসেছি। আমার সরতে এক সেকেন্ড লাগে। কিন্তু অন্যায়ের কাছে আমি মাথা নত কখনও করিনি। করবোও না। আপনারা কি মনে করেন আমরা ছাইয়ে মুখ ঢেকে আছি? কাগজে মুখ ঢেকে বসে আছি? আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি। মিথ্যা কুৎসা অপ্রচারের ঢেউ করছেন। বাংলায় শান্তি থাক, আপনারা চান না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

‘কর্মবিরতি চলবে’, দীর্ঘ ‘নাটক’ শেষে ঘোষণা আন্দোলনকারী চিকি‍ৎসকদের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর