এই মুহূর্তে




অবিলম্বে মোদি-শাহের ইস্তফা চাইলেন মমতা




নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে দেশজুড়ে ফিকে মোদি ম্যাজিক। মুখ থুবড়ে পড়েছে ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান। আর বিজেপির এমন ভরাডুবির পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওঁরা আওয়াজ তুলেছিলেন, ‘অব কি বার, চারশো বার। আমি তো তখনই বলেছিলাম, অব কি বার চারশো বার নয়, পগার পার হবে। তাই হয়েছে। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অত্যাচার করত। আর এবার ওরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নৈতিক হার মেনে নিয়ে মোদি ও শাহের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।’

দেশে লোকসভা ভোটের ফলাফলকে ইন্ডিয়া জোটের জয় আখ্যা দিয়ে মমতা বলেন, ‘এই জয় মানুষের জয়। বিরোধী জোট ইন্ডিয়ার জয়। অনেক প্রতিকুলতাতে সঙ্গী করে বিরোধী দলগুলিকে লড়তে হয়েছিল। ইডি-সিবিআই-আয়কর দিয়ে অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু তাতে মনোবল ভাঙা যায়নি। দুরন্ত লড়াই করার জন্য ইন্ডিয়া জোটের সঙ্গীদের সমর্থন জানাচ্ছি।’

কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভাল ফলের জন্য সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে শুভেচ্ছা জানালেও রাজ্য কংগ্রেসের নেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল দলনেত্রী। রায়গঞ্জ, পুরুলিয়া ও উত্তর মালদায় কংগ্রেসের সৌজন্যে জয় পেয়েছে বিজেপি। ওই তিন আসন না জিতলে বিজেপি দুই অঙ্কের নিচে নেমে যেত। এদিন এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘কংগ্রেসকে ২-৩টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা মেনে নেয়নি। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মতো তিনটি আসন বিজেপির হাতে তুলে দিয়েছে। এতে কার সুবিধা হল?’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নাম না করে তিনি বলেন, ‘উনি কংগ্রেসের নেতা নন। উনি আসলে বিজেপি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বড়তলায় পথশিশুকে নির্যাতনের ঘটনায় দোষী রাজীবের ফাঁসির সাজা

বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ মেট্রো পরিষেবা

যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজো বির্তকে শুভেন্দুকে মোক্ষম জবাব মমতার

‘মহাকুম্ভ তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’, যোগী প্রশাসনকে খোঁচা মমতার

‘জঙ্গি যোগ প্রমাণিত হলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার

কেমন চলছে মাধ্যমিক পরীক্ষা? সারপ্রাইজ ভিজিটে ভবানীপুরের স্কুলে হাজির মমতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর