এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডের গ্রেফতার ২ বঙ্গে, কুণাল বাণে বিদ্ধ অধিকারীরা

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মার্চের শুরুতেই দক্ষিণ ভারতের হাইটেক সিটি বেঙ্গালুরুর এক রেস্তরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণের(Bengaluru Cafe Blast) ঘটনা ঘটে। কুণ্ডলাহল্লিতে রামেশ্বরম নামের রেস্তরাঁতে এই বিস্ফোরণের ঘটনায় ১০ জন আহত হন। সেই বিস্ফোরণকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে ঘটনার ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করলেও আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সেই ২জনের সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমবঙ্গ(West Bengal), তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরালার পুলিশ একসঙ্গে যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। সেই সূত্রেই এদিন পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি(Contai) থেকে সেই ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে NIA। তাঁদের সেই কাজে সাহায্য করেছে রাজ্য পুলিশ প্রশাসনও(West Bengal State Police)। এদিন একটি বিবৃতিতে সেই সাহায্যের কথা স্বীকারও করেছে NIA। আর তারপরে পরেই তৃণমূলের নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh) তাঁর ট্যুইট বাণে বিদ্ধ করেছেন অধিকারী পরিবারকে।  

জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনার পরে দুই সন্দেহভাজন মুসাভির হুসেন শাজ়িব এবং আবদুল মাঠিন আহমেদ এ রাজ্যে চলে আসে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় দুইজনে মাথিন ও হুসেন নামে আত্মগোপন করেছিল। NIA তাঁদের তদন্তে জানতে পারে, বিস্ফোরণ ঘটনার ছক কষেছিল আবদুল। বিস্ফোরক সরবরাহ করেছিল শাজ়িব। আর ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে এসেছিল শরিফ। বিস্ফোরক বোঝাই ব্যাগের সঙ্গে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ। বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় অভিঘাত তেমন জোরালো হয়নি। এই ৩জনেরই আইসিস যোগ থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। এহেন দুজনে কাঁথি চত্বরে গা ঢাকা থাকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিন ভোরে রাজ্য পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় শাজিব আর আবদুলকে গ্রেফতার করতে সক্ষম হয় NIA। পরে বিবৃতি দিয়ে রাজ্য পুলিশের সহযোগিতার কথা স্বীকারও করে NIA। এদিনই ধৃত দুজনকেই ট্রানজিট রিম্যান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা।

এদিকে এই ঘটনার পরে পরেই বিস্ফোরক ট্যুইট করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘NIA কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। তাছাড়া মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেফতার হয়েছিল।’ ওয়াকিবহাল মহলের দাবি, এখানে কুণাল কাঁথির যে পরিবারের কথা তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের পরিবার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, নাজেহাল অবস্থা আমজনতার

‘মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী’, কুণালের মন্তব্যে নয়া বিতর্ক

প্রখর রোদে ভোট প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, এখন কেমন আছেন?

ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস

ব্রিগেডে উদ্ধার মাঝবয়সী মহিলার আধপোড়া দেহ, তদন্তে পুলিশ

সকাল থেকেই চড়ছে পারদ! আট জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর