এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ফিরে দেখা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯

নিজস্ব প্রতিনিধি: ‘বেঙ্গল মিনস বিজনেস’ বা বাংলা মানেই ব্যবসা, এই ট্যাগলাইনকে সামনে রেখেই ২০১৯ সালে বসেছিল পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট(Bengal Business Summit)। ৭ ও ৮ ফেব্রুয়ারি এই সম্মেলনের আসর বসে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে(Biswabangla Convention Centre)। ১২টি সহযোগী দেশ সহ মোট ৩৫টি দেশের প্রায় ৪৫০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সম্মেলনের মূল লক্ষ্যই ছিল রাজ্যে শিল্প বাণিজ্যের পরিবেশ, পরিকাঠামো ও সম্ভাবনা তুলে ধরা। এই সম্মেলন সাক্ষী থেকেছে ৮৬টি মউ চুক্তি সাক্ষর ও ৪০ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২.৮৪ ট্রিলিয়ন অর্থ বিনিয়োগের আশ্বাস প্রদানের। কোভিড উত্তরকালে এই সম্মেলনের মাধ্যমেই বাংলায় সব থেকে বেশি বিনিয়োগ এসেছিল।

পঞ্চম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে দেশের যে সব শিল্পপতি অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, রজন ভারতী মিত্তাল, নিরঞ্জন হিরানন্দানি প্রমুখ। পাশাপাশি বিদেশী সংস্থাগুলি যারা এই সম্মেলনে অংশ নিয়েছিল তাঁদের মধ্যে ছিল আলসেটম, আইকেইএ, ক্যাপজেমেনি, আইবিএম, ডেল প্রমুখ। সেই সঙ্গে নজর কাড়ে ব্রিটেন থেকে আগত ৫১ সদস্যের প্রতিনিধি দল, ৬৩ সদস্যের দক্ষিন কোরিও প্রতিনিধি দল, ২৮ সদস্যের ইতালিয় প্রতিনিধি দল, ৩৫ সদস্যের জার্মান প্রতিনিধি দল এবং ৩৭ সদস্য বিশিষ্ট জাপানি প্রতিনিধিদল। এই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী দেশ বিদেশের শিল্পপতিদের বাংলায় ফিরে আসার বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, ‘বাংলায় ৩৪ বছরের বাম শাসনকালে যে কর্মদিবস শুধু বনধ ডেকে নষ্ট হয়েছে তার পরিমাণ প্রায় ৭৫ মিলিয়ন ডলার। সেই সময়ে অনেক শিল্পপতি ও শিল্পসংস্থা বাংলা ছেড়ে চলে যান। কিন্তু বাংলায় পরিবর্তন হয়েছে। আমরা শিল্পের জন্য নতুন নীতি নিয়েছি। যারা বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন আমি তাঁদের আবার বাংলায় ফিরে আসার আহ্বাণ জানাচ্ছি। বাংলা বদলেছে। তাই বাংলায় আবারও বিনিয়োগ করুন। বাংলাই ভারতকে পথ দেখাবে আগামী দিনে।’  

একইসঙ্গে মুখ্যমন্ত্রী এই সম্মেলন থেকেই জার্মান প্রতিনিধিদলকে বার্তা দেন, যাতে লুফৎহানসা এয়ারলাইন্স আবারও কলকাতা থেকে বার্লিন যাওয়ার সরাসরি বিমান যেন চালু করে। সেই সঙ্গে তিনি ওই সংস্থাকে বাংলায় অটোমোবাইল কারখানা গড়ার জন্য আহ্বানও জানান। ওই বছরেই মুখ্যমন্ত্রী জানান, এরপর থেকে প্রতি বছর আর নয়, বরঞ্চ প্রতি দুই বছর অন্তর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ২০২১ সালে এই সম্মেলনের আসর বসার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা বাতিল হয়। সেই সঙ্গে চলতি বছরের ২০ ও ২১ এপ্রিল তা আয়োজিত হচ্ছে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢোকঢোল পেটানোই সার! প্রকাশ করা হল না রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ

মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে কাটল জট, কল্যাণ চৌবের মামলা প্রত্যাহারে অনুমতি হাইকোর্টের

‘বিচারব্যবস্থায় মেরুদণ্ড সোজা রাখা লোকজন রয়েছে বলে দেশটা বেঁচে রয়েছে’

দুপরেই আকাশ কালো করে কলকাতায় শিলা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

ভোট প্রচারে বুথ স্তরে টাকা পাঠাচ্ছে না বিজেপি নেতৃত্ব, ক্ষুব্ধ কর্মীরা

সন্দেশখালি ইস্যু ব্যুমেরাং, মানছেন বাংলার পদ্মনেতারাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর