এই মুহূর্তে




‘রাস্তা যেন বন্ধ না হয়’, ফের সুজিত বসুকে ‘সতর্ক’ করলেন মমতা




নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর সময়ে দর্শনার্থীদের অন্তম গন্তব্য হয়ে দাঁড়ায় ভিআইপি রোডের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যার অন্যতম উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গত কয়েক বছর শ্রীভূমির পুজোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পুলিশ ও প্রশাসনের কর্তাদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিড়ের কারণে ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ। গতবার পুজো উদ্বোধনে গিয়েই শ্রীভূমির মূল উদ্যোক্তা সুজিত বসুকে রাস্তা যাতে বন্ধ না হয়, তার জন্য সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পুজো শুরুর আগেই মন্ত্রী মহোদয়কে সতর্ক করলেন তিনি। শুধু সুজিত বসুই নন, ভিড় টানার জন্য যারা পুজোয় চমক দেওয়ার পরিকল্পনা করেছেন তাদেরকেও সতর্ক করেছেন রাজ্যের প্রশাসনকি প্রধান। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘চমকের কারণে কোনও পুজোয় দুর্ঘটনা ঘটলে সেই পুজো কমিটিকে কালো তালিকাভুক্ত করা হবে। পরের বছর পুজো করার অনুমোদন দেওয়া হবে না।’

আসন্ন শারদো‍ৎসব উপলক্ষে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা এবং রাজ্যের পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির প্রাণের উ‍ৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, তার জন্য বেশ কয়েকটি নির্দেশিকাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এবার কলকাতা ও রাজ্য মিলিয়ে  ৪৩ হাজারের বেশি পুজো হচ্ছে। তার মধ্যে রাজ্য পুলিশ এলাকায় ৪০ হাজারের মতো এবং কলকাতা পুলিশের অধীনে ২৭৯৩ টি পুজো হচ্ছে।  এর পরেই পুজো ভিআইপি কার্ড তুলে দেওয়ার পরামর্শ দিয়ে মমতা বলেন, ‘আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়াবে, আর ভিআইপিরা ঢুকে যাবে, এটার আমি পক্ষপাতী আমি নই।’

এর পরেই দুর্গাপুজোর নামে চমক দিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য পুজো কমিটির প্রতিনিধিদের আগামও সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা উদ্বেগের কণ্ঠে তিনি বলেন, ‘আমি সংবাদপত্রে দেখলাম, একটা ক্লাব ১১২ ফুট উঁচু মণ্ডপ করছে। যারা করছেন তাঁরা কী একবার ভেবে দেখেছেন, এতে পদপিষ্টের মতো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অনেকে লেজার শো করতে গিয়ে রাস্তা বন্ধ করে দেন। সুজিতকে (মন্ত্রী সুজিত বসু) বলছি, রাস্তা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যসচিব

আলোচনায় বসতে প্রস্তুত, একাধিক শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকেরা

টানা ২০ মিনিট হাওড়ায় দাঁড়িয়ে মেট্রো, বিপাকে যাত্রীরা

মর্মান্তিক দুর্ঘটনা, ডাক্তার দেখাতে গিয়ে লড়ির চাকায় পিষ্ট বৃদ্ধ

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাস্থ্যভবনের বাইরেই রাতযাপন,  আন্দোলনকারীদের খোঁজখবর নিলেন স্বাস্থ্যসচিব

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর