এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘কলকাতা বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে’, আত্মপ্রত্যয়ী মমতা

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: শীত শহরে শুরু হয়ে গেল বইয়ের উৎসব। বৃহস্পতিবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে উদ্বোধন হয়ে গেল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার(47th Kolkata International Book Fair)। এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করেন কলকাতাবাসীরা। অপেক্ষা করেন বইপ্রেমীরা। অপেক্ষায় থাকেন বইয়ের প্রকাশক থেকে সাহিত্যকরা। শীতের বিকালে সেই বইমেলার এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রীতি মেনে হাতুড়ি পিটিয়ে। সেই উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আহ্বাণ জানালেন বিশ্ববাংলা মিলিত হোক বিশ্ব বইমেলায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আলেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার মহানির্দেশক অ্যালিসন ব্যারেট এমবিই, বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের(Publishers and Booksellers Guild) সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে সহ ভারত ও ব্রিটেনের বিশিষ্ট সাহিত্যিকগণ। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।

এদিন থেকে শুরু হওয়া ৪৭তম কলকাতা বইমেলা চলবে ৩১ জানুয়ারি অবধি। এদিন রীতি মেনে মুখ্যমন্ত্রী বইমেলার উদ্বোধন করার আগে জাগো বাংলার স্টলে ঢোকেন। তারপর হাজির হন উদ্বোধনী মঞ্চে। সেখানে নিজ বক্তব্যের মাঝে তিনি সকলকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করে বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে জানান, ‘কলকাতার এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে। বাংলাই পথ দেখায়, একটু সময় করে বই পড়ুন, নতুন প্রজন্ম বই পড়ুন।’ এবারের বইমেলায় থিম কান্ট্রি(Theme Country) ব্রিটেন(Britain)। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ বহুদিনের। ১৭৫৭ সালের পর থেকে স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশরা এখানে প্রচুর কাজ করেছেন। স্থাপত্য, ভাস্কর্য অসামান্য। আমি লন্ডনের অলিগলি হেঁটে ঘুরেছি, সব রাস্তা চিনি, লন্ডন শুধু ওনাদের নয়, আমাদেরও। ২৯টি দেশ আমাদের এখানে যোগ দিয়েছে এই বইমেলায়। আগে খুব ছোট জায়গায় বইমেলা হত, এখন কত বড় জায়গায় হয়! এই জায়গাটা আমরা বইমেলা কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি স্থায়ীভাবে।’

রাজনীতির পাশাপাশি মুখ্যমন্ত্রী সময় পেলেই হাতে তুলে নেন কলম। লেখেন কবিতা, লেখেন নিবন্ধ। সারা বছর মুখ্যমন্ত্রীর লেখা বই রীতিমত হটকেকের মতো বিক্রি হয়। অনেকেই অপেক্ষায় থাকেন বইমেলায় মুখ্যমন্ত্রীর লেখা বই পড়ার জন্য। অনেকেই বই মেলায় এসে মুখ্যমন্ত্রীর লেখা বই সংগ্রহ করেন। আর সেই কথা মাথায় রেখে প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশ কিছু নতুন বই এই কলকাতা বইমেলা থেকে উদ্বোধন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিনই জাগো বাংলার স্টল থেকেই মুখ্যমন্ত্রী ৫টি বই উদ্বোধন করেন। সেই প্রসঙ্গে তিনি এদিন জানান, ‘১৯৯৫ সাল থেকে আমার বই বেরোয়। আমার প্রথম বই ‘উপলব্ধি’। আজকের হিসেব ধরলে আমার মোট বই ১৪৩টি। আগামী বছর আরও ৭টি বই লিখব বইমেলার আগে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণের অভিযোগ নিয়ে ‘স্পিকটি নট’ রাজ্যপাল বোস

অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

বেআইনি নির্মাণে মিলবে না পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, নয়া নির্দেশ কলকাতা পুরসভার  

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির পিয়ালি দাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর